এসএসসি ফলাফল আগামী সপ্তাহে

২০২০ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২১ মে ২০২০ তারিখের পর যেকোনো দিন প্রকাশিত হবে। ফলাফল তৈরির কাজ শেষ পর্যায়ে বলে জানা গেছে। এ অবস্থায় ২১ মে তারিখের পর যেকোনো দিন ফল প্রকাশ করার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড কমিটি। শিক্ষা মন্ত্রণালয় এই প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে। প্রধানমন্ত্রী যে তারিখ নির্ধারণ করবেন সেদিনই পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, চলতি মে মাসের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের লক্ষ্যে দেশের সবগুলো শিক্ষা বোর্ড দিনরাত কাজ করে যাচ্ছেন। চলতি মাসের ২৬ থেকে ২৮ মে ২০২০ তারিখের মধ্যে এ ফলাফল প্রকাশ করা হতে পারে।

প্রতিবারের মতো শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd) এসএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। পাশাপাশি অভিভাবক কিংবা শিক্ষার্থীর মোবাইল ফোনে এসএমএস করে পরীক্ষা ফল জানিয়ে দেওয়া হবে, যাতে ঘরের বসেই ফল জানা যায়।