এসএসসি সিলেবাস ২০২১ : ২৫% কমিয়ে পরীক্ষা হবে

এসএসসি সিলেবাস ২৫% কমিয়ে ২০২১ সালের পরীক্ষা নেয়া হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। এ লক্ষ্যে সিলেবাসের প্রতিটি অধ্যায় বিশ্লেষণ-পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভূক্ত করে সংক্ষিপ্ত সিলেবাস তৈরির কাজ চলছে বলে জানা গেছে।

নবম-দশম শ্রেণির প্রতিটি বিষয় থেকে ২০ থেকে ২৫ শতাংশ কমিয়ে এ সিলেবাস তৈরি করার প্রস্তাবনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

করোনা ভাইরাসের কারণে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে জুন মাসে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। গত ১০ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এজন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করে ওই আলোকে পরীক্ষা নিতে চায় সরকার।

এদিকে আগামী ফেব্রুয়ারি থেকে সীমিত পরিসরে স্কুল খোলার কথা শোনা যাচ্ছে। প্রথম দিকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস শুরু হতে পারে।