এসএসসি ২০২২ সংক্ষিপ্ত সিলেবাস

Content Freshness & Accuracy

Last updated: Oct 14, 2025
Verified
Updated 6 hours ago

এসএসসি ২০২২ সালের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ২০২২ সালের এসএসসি বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের মোট ৩০টি বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে।

২০২২ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরুর তারিখ, কোন কোন বিষয়ে পরীক্ষা হবে, কোন কোন বিষয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন, সিলেবাস, মানবন্টন, পরীক্ষার সময়ও প্রকাশ করা হয়েছে।

এসএসসি পরীক্ষা ২০২২

বোর্ড পরীক্ষা :এসএসসি ২০২২
পরীক্ষার তারিখ :জুন ২০২২
পরীক্ষার সিলেবাস :সংক্ষিপ্ত সিলেবাস

এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২২

বাংলা ১ম পত্র, বাংলা ২য় পত্র, ইংরেজি ১ম পত্র, ইংরেজি ২য় পত্র, গণিত, আইসিটি, রসায়ন, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচিতি, বিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, ভূগোল ও পরিবেশ, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, চারু ও কারুকলা, ক্যারিয়ার শিক্ষা, শরীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, আরবি, সংস্কৃত, পালি ও সংগীত বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে।

এসএসসি পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের এ সিলেবাস অনুসরণ করতে হবে।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবির নির্দেশে নতুন এই সিলেবাস প্রকাশ করা হয়েছে। তিনি দাবি করে বলেন, সিদ্ধান্তের কোন পরিবর্তন না হলে এই সিলেবাসেই ২০২২ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২০২২ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা ২য় পত্র, ইংরেজি ১ম ও ২য় পত্র বিষয়ের পাঠ্যসূচি অধিকতর পরিমার্জন করে পুনর্বিন্যাস করেছে।

তাতে বাংলা ২য় পত্র, ইংরেজী ১ম ও ২য় পত্রের পাঠ্যসূচি পরিমার্জন করে এই বিষয়গুলোতে ১০০ নম্বরের পরিবর্তে ৫০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

SSC short syllabus 2022 all subjects pdf download link :
> Subject-wise all files separate : https://www.mediafire.com/folder/c7stfg21xvers/SSC_Short_Syllabus_2022
> All files (zip) : http://dinajpureducationboard.gov.bd/sites/default/files/files/dinajpureducationboard.portal.gov.bd/notices/dcd649aa_b44c_42c4_a3c3_790f892dbb61/SSC%20Syllabus%20(2).zip

এসএসসি পরীক্ষা ২০২২

পরীক্ষা :এসএসসি ও সমমান ২০২২
পরীক্ষার তারিখ :১৯ জুন ২০২২
পরীক্ষার সময় :২ ঘণ্টা
(রচনামূলক -= ১ ঘণ্টা ২০ মিনিট,
নৈর্ব্যত্তিক = ২০ মিনিট)
প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু :১৯-৫-২০২২
টেস্ট পরীক্ষা :হবে না

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৯ জুন ২০২২। পরীক্ষার মাস কয়েক আগে পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করা হবে। এদিকে, এসএসসি পরীক্ষা শেষে এইচএসসি পরীক্ষা শুরু হবে ২২ আগস্ট ২০২২ থেকে।

এসএসসি ফরম পূরণ ২০২২

এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরুর সম্ভাব তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ এপ্রিল থেকে, আর এইচএসসির ৮ জুন। এসএসসির প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হবে ১৯ মে, এইচএসসির ১৪ জুলাই।

এসএসসি ২০২২-এ ৪ বিষয়ের পরীক্ষা হবে না

অফিস আদেশে বলা হয়েছে, ২০২২ সালেও এসএসসি এবং এইচএসসিতে সব বিষয়ে পরীক্ষা হচ্ছে না। এসএসসিতে ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান এই ৪টি বিষয় বাদ দেয়া হয়েছে। আর এইচএসসিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় বাদ দেয়া হয়েছে। এ বিষয়গুলোতে গতবারের (২০২১ সাল) মতো এবারও সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে।

২০২২ সালে এসএসসিতে বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান এবং কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষা হবে। উল্লেখ্য, করোনার আগে স্বাভাবিক সময়ে এসএসসিতে বিভিন্ন বিষয়ের ১২টি পত্রে পরীক্ষা হয়েছিল।

এসএসসিতে ইংরেজি প্রথম পত্রে ৫০ নম্বর, ইংরেজি দ্বিতীয় পত্রে ৫০ নম্বর আর ব্যবহারিক আছে এমন বিষয়ে ৪৫ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রচনামূলক ৩০ নম্বর আর এমসিকিউতে ১৫ নম্বর থাকবে। এছাড়া যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা নেই, সেসব বিষয়ে ৫৫ নম্বরের (রচনামুলক ৪০, এমসিকিউ ১৫) পরীক্ষা হবে।

এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় সময় থাকবে ২ ঘণ্টা। এর মধ্যে রচনামূলকের জন্য ১ ঘণ্টা ২০ মিনিট, আর নৈর্ব্যত্তিকের জন্য ২০ মিনিট।

এএসএসসি ২০২২ এর মানবন্টন

এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ, কোন কোন বিষয়ে পরীক্ষা, কোন কোন বিষয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন, সিলেবাস, মানবন্টন, পরীক্ষার সময়ও প্রকাশ করা হয়েছে।

ssc exam date 2022 - routine syllabus mark distributions subject mapping
এসএসসি পরীক্ষার তারিখ ২০২২ - এসএসসি সিলেবাস মানবণ্টন সাবজেক্ট ম্যাপিং ২০২২

এসএসসি সিলেবাস ও মানবণ্টন ২০২২

SSC syllabus mark distributions subjects map 2022
এসএসসি সিলেবাস মানবণ্টন সাবজেক্ট ম্যাপিং ২০২২

SSC 2022 exam notice pdf download : https://dhakaeducationboard.gov.bd/data/20220301101001349079.pdf

২০২২ সালের এসএসসি বিষয়ের তালিকা (এর মধ্যে আইসিটি, ধর্ম, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় বাদ যাবে)

২০২২ সালের এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস - মানবিক, ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান বিভাগের সব বিষয় - ssc short syllabus 2022

ক্রমিক নংশিক্ষা বোর্ডসমূহের নামশিক্ষা বোর্ডসমূহের লিংক
০১বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডhttp://www.bteb.gov.bd
০২বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডhttp://www.bmeb.gov.bd
০৩মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাhttp://dhakaeducationboard.gov.bd
০৪মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামhttp://www.bise-ctg.gov.bd
০৫মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লাhttp://www.comillaboard.gov.bd
০৬মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীhttp://www.rajshahieducationboard.gov.bd
০৭মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরhttp://www.jessoreboard.gov.bd
০৮মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালhttp://www.barisalboard.gov.bd
০৯মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটhttp://sylhetboard.gov.bd
১০মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরhttp://www.dinajpureducationboard.gov.bd

আরো পড়ুন : ২০২৩ সালের এসএসসির শর্ট সিলেবাস (pdf)

শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24
Edu Daily 24 Senior Writer

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.