কারিগরি বোর্ডের ক্লাস টিভিতে সম্প্রচারের সময়সূচি
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেণির পাঠদানের ধারাবাহিকতা রক্ষার জন্য ট্রেড ভিত্তিক ক্লাস সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে পরিচালনা করা হবে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৯ এপ্রিল থেকে ৩০ এপ্রিল ২০২০ তারিখ পর্যন্ত টিভিতে কারিগরি বোর্ডের ক্লাস সম্প্রচারের সময়সূচি আপাাতত প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, দুপুর ২.৩০টা থেকে শুরু বেল ৩.৫০টা পর্যন্ত এসএসসি ও দাখিল ভোকেশনালের ৯ম ও ১০ম শ্রেণির ক্লাস সংসদ টিভিতে প্রচার করা হবে। প্রতিটি ক্লাস হবে ১৮ মিনিটের।
# কারিগরি বোর্ডের ক্লাস সম্প্রচারের সময়সূচি (১৯-৩০ এপ্রিল ২০২০) পাওয়া যাবে এই লিংকে :
http://www.techedu.gov.bd/sites/default/files/files/techedu.portal.gov.bd/notices/fc18d0de_5999_4d8d_ba23_7170554e3ff8/SSC(VOC)&DAKHIL(VOC)-TV-CLASS_Routine.pdf