কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি-২০২১ প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ৬৭টি পদে গাড়িচালক বা ড্রাইভার (গ্রেড-১৫) নিয়োগ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ কোস্ট গার্ড।
বেতন স্কেল : ৯৭০০-২৩৪৯০ টাকা।
প্রার্থীর বয়স : অনূর্ধ্ব ৩০ বছর।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন : ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী এবং ফেনী। উল্লেখ্য, শারীরিক প্রতিবন্ধী এবং এতিম প্রার্থীরা সব জেলা থেকে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা ও পদ্ধতি : আবেদন করতে হবে ২ ফেব্রুয়ারি ২০২১ তারিখের মধ্যে ডাকযোগে কিংবা সরাসরি এই ঠিকানায় – মহাপরিচালক, সদর দপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭।
- আবেদন ফরম ডাউনলোড/প্রিন্ট করা যাবে বাংলাদেশ কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে- http://www.coastguard.gov.bd/sites/default/files/files/coastguard.portal.gov.bd/notices/31dc2b27_9184_44e0_9b40_98bfa7db68b1/2021-01-03-09-38-f6cf08b6932f761fd6af154bbc298b9d.pdf
কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি-২০২১ ও চাকরির আবেদনের ফরম এখানে দেয়া হলো :