গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২২


এডু ডেইলি ২৪ প্রকাশ: জুন ১৪, ২০২২, ১০:২৯ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:১১ অপরাহ্ন /
গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২২

২০২১-২০২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হবে ১৫ জুন ২০২২ থেকে। ভর্তি আবেদনের শেষ তারিখ ২৫ জুন ২০২২।

গত ৫ জুন বৈঠক শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূর বলেন, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির আবেদন ১৫ জুন শুরু হয়ে ২৫ জুন শেষ হবে। এটা প্রাথমিক সিদ্ধান্ত। আগামী ৯ জুন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে আরও একটি সভা হবে। ওই সভায় ভর্তি বিজ্ঞপ্তি চূড়ান্ত করা হবে। এরপর এটি সংবাদমাধ্যমে দেওয়া হবে।

আবেদন শেষে আগামী ৩০ জুলাই থেকে এসব বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে। ৩০ জুলাই ‘ক’ ইউনিট, ১৩ আগস্ট ‘খ’ ইউনিট এবং পরবর্তী শনিবার অর্থ্যাৎ ২০ আগস্ট ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে গতবারের চেয়ে এবারে ৩০০ টাকা বাড়িয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এবার ভর্তি পরীক্ষা ছাড়াও ভর্তি কার্যক্রমসহ সব কিছু কেন্দ্রীয়ভাবে পরিচালিত হবে। শিক্ষার্থীরা শুধু একবারই টাকা দিতে হবে। পাশাপাশি ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ৩০ নম্বরে পাস মার্ক নির্ধারণ করা হয়েছে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের তালিকা

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরিক্ষা জন্য যে ২০ টি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে সাধারণ বিশ্ববিদ্যালয় ৯টি এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদালয় ১১ টি ।

সাধারণ বিশ্ববিদ্যালয় ( ৯টি)বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদালয় (১১ টি)
১. জগন্নাথ বিশ্ববিদ্যালয়১০. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর১১. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৩. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা)১২. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৪. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়
৫. বরিশাল বিশ্ববিদ্যালয়১৪. রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৬. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়১৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
৭. কুমিল্লা বিশ্ববিদ্যালয়১৬. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৮. খুলনা বিশ্ববিদ্যালয়১৭. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৯. ইসলামী বিশ্ববিদ্যালয়১৮. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
 ১৯. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
 ২০. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থী ও অভিভাবকদের কথা চিন্তা করে সরাসরি ও সহজ উপায়ে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্য তিনি উপাচার্যদের আহ্বান জানান।

উল্লেখ্য, কৃষিবিষয়ক সাতটি বিশ্ববিদ্যালয়ে গত বছরে স্নাতক শ্রেণিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

GST admission circular 2022 – গুচ্ছ ভর্তি সার্কুলার ২০২২

GST admission circular 2022 gstadmission.ac.bd
গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২২ 2

জিএসটি / গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি আবেদনের লিংক : https://gstadmission.ac.bd

GST Universities List 2022

Click on the following links to learn more about the individual university details :

 Jagannath University
 Islamic University
 Khulna University
 Comilla University
 Jatiya Kabi Kazi Nazrul Islam University
 Begum Rokeya University, Rangpur
 University of Barisal
 Rabindra University, Bangladesh
 Bangabandhu Sheikh Mujibur Rahman Digital University, Bangladesh
 Sheikh Hasina University
 Shahjalal University of Science & Technology
 Hajee Mohammad Danesh Science & Technology University
 Mawlana Bhashani Science & Technology University
 Noakhali Science & Technology University
 Jashore University of Science and Technology
 Pabna University of Science and Technology
 Bangabandhu Sheikh Mujibur Rahman Science & Technology University
 Rangamati Science and Technology University
 Bangamata Sheikh Fojilatunnesa Mujib Science and Technology University
 Patuakhali Science And Technology University

Application guideline : https://gstadmission.ac.bd/assets/pdf/final_application_guideline%202020-21.pdf

Rate this post