জনকেন্দ্রিক নতুন নগরায়ণ কৌশল বাস্তবায়নের মাধ্যমে অভ্যন্তরীণ চাহিদার সম্ভাবনা উন্মোচন, নগর–গ্রাম সমন্বয় শক্তিশালী করা এবং সামগ্রিক অর্থনৈতিক–সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।
বুধবার রাষ্ট্র পরিষদের একটি গবেষণা অধিবেশনে সভাপতিত্বকালে তিনি এ আহ্বান জানান। লি ছিয়াং বলেন, অভ্যন্তরীণ সঞ্চালন শক্তিশালী করা, শিল্প উন্নয়ন এগিয়ে নেওয়া এবং অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণে নতুন নগরায়ণ কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও আসন্ন ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬–২০৩০)–কে সামনে রেখে আরও বিস্তৃত সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমানে চীনের নগরায়ণ দ্রুত প্রবৃদ্ধির ধাপ থেকে স্থিতিশীল উন্নয়নের পর্যায়ে প্রবেশ করছে।
জনসংখ্যার কাঠামো, নগর ব্যবস্থাপনা এবং নগর–গ্রামীণ উন্নয়নে গভীর পরিবর্তন তৈরি হচ্ছে—যা নতুন নগরায়ণ নীতির কার্যকারিতা বাড়ানোর প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করেছে। স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পনা গ্রহণ এবং মানুষ, শিল্প ও শহরের বিন্যাস আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন লি ছিয়াং। বিশেষ করে গ্রামীণ অভিবাসী জনগোষ্ঠীর কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, আবাসন এবং শিশুদের শিক্ষা–সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে আরও শক্তিশালী ও লক্ষ্যভিত্তিক পদক্ষেপ নিতে হবে।
জেনিফার/ ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি