সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস রুটিন : ৯-১৩ আগস্ট
৯ থেকে ১৩ আগস্ট পর্যন্ত সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (www.dshe.gov.bd)। ‘আমার ঘরে আমার ক্লাস’ শীর্ষক ৫ দিনের এই রুটিন থেকে জানা গেছে, সকাল ১০.৪০টায় ক্লাস শুরু হবে, শেষ হবে ২.৪৫টায়। প্রতিদিন ২ থেকে ৩টি ক্লাস হবে।
দেশে করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই টিভিতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস টিভিতে সম্প্রচারের কার্যক্রম চলমান আছে। কর্তৃপক্ষ সপ্তাহখানেক পর পর পরবর্তী কয়েক দিনের টিভি ক্লাস রুটিন প্রকাশ করছে। একই সঙ্গে ফেসবুকেও টিভি ক্লাসের ভিডিও প্রকাশিত হচ্ছে। কেউ টিভিতে প্রচারিত কোনো ক্লাস মিস করলে ফেসবুক থেকে দেখে নিতে পারবে।
> সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস রুটিন (৯-১৩ আগস্ট) ডাউনলোড লিংক (২ পৃষ্ঠা, পিডিএফ) :
http://www.dshe.gov.bd/sites/default/files/files/dshe.portal.gov.bd/notices/48473160_1092_4201_b267_c8ad1a0649ea/Class%20Routine_9-13%20August.pdf