অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন ২০২৫ ও নির্দেশনা প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। এ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ ডিসেম্বর থেকে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতোমধ্যেই পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি ও বিশেষ নির্দেশনা প্রকাশ করেছে।
Table of Contents
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫
| পরীক্ষা শুরুর তারিখ | ২১ ডিসেম্বর ২০২৫ |
| পরীক্ষা শেষ | ২৪ ডিসেম্বর ২০২৫ |
| প্রতিদিনের সময় | সকাল ১০টা - দুপুর ১টা |
| বিষয় সংখ্যা | ৪টি (গণনা পদ্ধতিতে ৫টি) |
| মোট নম্বর | ৪০০ |
| ফি | বোর্ড ফি ৪০০ টাকা + কেন্দ্র ফি ২০০ টাকা |
| বৃত্তির ধরন | ট্যালেন্টপুল ও সাধারণ |
| যোগ্যতা | অষ্টম শ্রেণির সর্বোচ্চ ২৫% শিক্ষার্থী |
🗓️ জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি ২০২৫
-
২১ ডিসেম্বর – বাংলা
-
২২ ডিসেম্বর – ইংরেজি
-
২৩ ডিসেম্বর – গণিত
-
২৪ ডিসেম্বর – বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়
✅ প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।
✅ প্রতিটি বিষয়ে থাকবে ১০০ নম্বরের প্রশ্নপত্র।
✅ মোট পরীক্ষার সময় ৩ ঘণ্টা। বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের জন্য সময় বিভাজন থাকবে।
📋 পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
-
পরীক্ষার ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে।
-
প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুসারে পরীক্ষা শুরু ও শেষ করতে হবে।
-
প্রবেশপত্র অবশ্যই পরীক্ষার ৭ দিন আগে নিজ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে।
-
OMR ফর্ম-এ সঠিকভাবে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড পূরণ করে বৃত্ত ভরাট করতে হবে।
-
শুধুমাত্র বোর্ড অনুমোদিত সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
-
কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ মুঠোফোন বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না।
🧑🎓 কে কে অংশ নিতে পারবে?
-
প্রতিটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির সর্বোচ্চ ২৫% শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
-
অংশগ্রহণের জন্য সপ্তম শ্রেণির মূল্যায়ন ফল বিবেচনায় নেওয়া হবে।
-
মাউশি কর্তৃক নির্ধারিত নীতিমালা অনুসারে যোগ্য শিক্ষার্থীদের বাছাই করতে হবে।
💰 ফি ও বৃত্তির ধরন
-
বোর্ড ফি: ৪০০ টাকা
-
কেন্দ্র ফি: ২০০ টাকা
-
মোট পরীক্ষার নম্বর: ৪০০ (বাংলা ১০০, ইংরেজি ১০০, গণিত ১০০, বিজ্ঞান ৫০, বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫০)
-
বৃত্তির ধরন:
-
ট্যালেন্টপুল বৃত্তি
-
সাধারণ বৃত্তি
-
-
মোট বৃত্তির ৫০% ছাত্র এবং ৫০% ছাত্রীদের জন্য বরাদ্দ থাকবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে এটি পরস্পর বদল করা যাবে।
📚 প্রশ্ন কাঠামো ও পাঠ্যপুস্তক
-
পরীক্ষা হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত অষ্টম শ্রেণির পাঠ্যসূচি অনুসারে।
-
প্রশ্নের কাঠামো, নম্বর বিভাজন এবং সময় বিভাজন আগেই নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন ২০২৫
| বিষয় ও সময় (সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত) |
বিষয় কোড | তারিখ ও দিন |
|---|---|---|
| বাংলা | ১০১ | ২১/১২/২০২৫ (রবিবার) |
| ইংরেজি | ১০৭ | ২২/১২/২০২৫ (সোমবার) |
| গণিত | ১০৯ | ২৩/১২/২০২৫ (মঙ্গলবার) |
| বিজ্ঞান | ১২৭ | ২৪/১২/২০২৫ (বুধবার) |
| বাংলাদেশ ও বিশ্ব পরিচয় | ১৫০ | ২৪/১২/২০২৫ (বুধবার) |
জুনিয়র বৃত্তি পরীক্ষার নম্বর পদ্ধতি ও নিয়ম
২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা, ইংরেজি ও গণিত প্রতিটি বিষয়ে থাকবে ১০০ নম্বরের পরীক্ষা, বিজ্ঞান ৫০ নম্বর এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫০ নম্বর। প্রতিটি পরীক্ষার সময় তিন ঘণ্টা নির্ধারিত। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।
এই পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তক ও প্রশ্ন কাঠামোর ভিত্তিতে অনুষ্ঠিত হবে।
সব ধরনের বৃত্তির ৫০ শতাংশ ছাত্রদের ও ৫০ শতাংশ ছাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। নির্ধারিত কোটায় উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে, ছাত্রের কোটার বৃত্তি ছাত্রী এবং ছাত্রীর কোটার বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা যাবে।
⚠️ বিশেষ সতর্কতা
-
কোনো শিক্ষার্থী যদি অন্য স্কুলে ভর্তি হয়ে থাকে, তবে তার আগের স্কুলের মেধাক্রম অনুযায়ী বৃত্তির জন্য বিবেচনা করতে হবে।
-
যদি ভুয়া শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং অভিযোগ প্রমাণিত হয়, তাহলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সেই শিক্ষার্থীর পরীক্ষার ফল বাতিল করা হবে।