ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ২৯ এপ্রিল ২০২৩ তারিখ থেকে

২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ২৯ এপ্রিল ২০২৩ তারিখ থেকে। এবারের ভর্তি পরীক্ষায় ট্রান্সজেন্ডারদের ভর্তির অপশন যুক্ত করা হয়েছে। ১২ জানুয়ারি ২০২৩ তারিখে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির এক সভায় ভর্তি সংক্রান্ত বিভিন্ন সুপারিশ করা হয়েছে। পরবর্তী একাডেমিক কাউন্সিলের সভায় এসব বিষয় চূড়ান্ত করা হবে।

ভর্তি কমিটির সভায় উপস্থিত ছিলেন উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামালসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদস্থ ব্যক্তিরা।

কত তারিখে কোন ইউনিটের ভর্তি পরীক্ষা (সম্ভাব্য)

  • ২৯ এপ্রিল ২০২৩ – চারুকলা ইউনিট
  • ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট
  • ১২ মে বিজ্ঞান ইউনিট
  • ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিট

ভর্তি পরীক্ষার উল্লিখিত তারিখ সুপারিশ করা হয়েছে। পরবর্তী একাডেমিক কাউন্সিলের সভায় পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস সামাদ গণমাধ্যমকে জানান, ট্রান্সজেন্ডারদের জন্য কোটা পদ্ধতি চালুর বিষয়ে আলোচনা হয়েছে। এটি কার্যকর করা হবে তাদের পরিচয়পত্র নিশ্চিত হওয়া সাপেক্ষে। এ বিষয়ে আরো আলোচনা হবে। পরবর্তীতে বিষয়টি চূড়ান্ত করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এবারের ভর্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ বিষয় হলো এবার ভর্তি করব আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে। আগে হতো সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। আন্তর্জাতিকভাবে মিল রেখে এটা করেছি আমরা। এবার ৪ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।