ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি : মডেল টেস্ট

এইচএসসির পর এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির পালা। ভর্তি পরীক্ষার জন্য নিশ্চয়ই তৈরি করছেন নিজেকে? আপনার প্রস্তুতিকে এগিয়ে নিতে পড়ালেখা পাতায় ছাপা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মডেল টেস্ট। এখানে দেওয়া হলো 'ক' ইউনিটের জীববিজ্ঞান।

১। কোনটি কাঠ উৎপাদনকারী উদ্ভিদ?
ক. Cicer arietinum
খ. Hibicus cannbinus
গ. Corchorus capsularis
ঘ. Dipterocarpus turbinatus
২। কোনটি প্রাকৃতিক পারথেনোকার্পিক ফল?
ক. Apple খ. Banana
গ. Mango ঘ. None
৩। বাংলাদেশের বিলুপ্তপ্রায় উদ্ভিদ হলো- ক. Ficus bengalensis
খ. Knoma bengalensis
গ. Prema bengalensis
ঘ. Commelina bengalensis
৪। কোন ধারণাটি কোষতত্ত্বের সঙ্গে সম্পর্কিত?
ক. কোষ সব জড়বস্তু গঠনের একক
খ. সব কোষই জেনেটিক্যালি অভিন্ন
গ. সব কোষই স্ব-উদ্ভূত
ঘ. কোষ সব জীববস্তুর কর্মকাণ্ডের একক
৫। কোনটিতে সঞ্চিত খাদ্য চর্বি ও ভলুটিন-
ক. Nortoc খ. Sargasum
খ. Polysiphonia ঘ. Nonicula

৬। চোখে নিউরোট্রান্সমিটার হিসেবে কার্যকরী রাসায়নিক নাম-
ক. Glutamate খ. Rodopsin
গ. Acetylcholin ঘ. Dopamin
৭। সুন্দরবন ম্যানগ্রোভ বনে কয়টি ইকোলজিক্যাল জোন আছে?
ক. একটি খ. তিনটি
গ. চারটি ঘ. দুটি
৮। মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে।
ক. Cerebrum খ. Hypothalamus
গ. Dons ঘ. Cerebellum
৯। ক্যানথারিডিন নামক ওষুধ তৈরির জন্য যে কীটের দেহ ব্যবহৃত হয় তা হলো-
ক. Tachardia bcca খ. bombyx mori
গ. Lytta vesicatoria খ. Apis dorsata
১০। যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে বলে-
ক. epistatic gene খ. hypostatic gene
গ. Lethal gene ঘ. Complementary gene
১১। বর্ষবলয় উৎপন্ন হয় যে কারণে-
ক. উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য
খ. কর্ক ক্যাম্বিয়াম সৃষ্টির জন্য
গ. ল্যান্টিসেল তৈরির জন্য
ঘ. কর্টেঙ্ বৃদ্ধির জন্য

১২। জেলিফিশের লার্ভার নাম-
ক. Tornaria খ. Ephyra
গ. Trochophore ঘ. Ammoecete.
১৩। কোনটি একটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ?
ক. Grass> Nematoda-Tiger
খ. Egg>Lacve>adult
গ. Flower>Fruit>see
ঘ. �rass>antelope>Lion
১৪। মানবদেহে যে পেশি-সংশ্লিষ্ট অস্থিকে ওপরের দিকে টেনে অঙ্গকে সম্মুখে প্রসারিত হতে সাহায্য করে, তাকে বলে-
ক. Rotator খ. Protractor
গ. Pronator ঘ. Retractor.
১৫। ওজোনস্তরের ক্ষয়ের জন্য দায়ী-
ক. CFC খ. NO2 গ. CO2 ঘ. CH4
১৬। কোন প্রাণীতে ডায়াফ্রাম থাকে?
ক. মাছ খ. সরীসৃপ গ. পাখি ঘ. স্তন্যপায়ী
১৭। ঘঅউচ কী?
ক. এনজাইম খ. কো-এনজাইম
গ. ভিটামিন ঘ. কাইটোহরমোন

১৮। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহার হয় কোন উদ্ভিদ?
ক. পুনর্ণভা খ. সর্পগন্ধা
গ. নয়নতারা ঘ. কালোমেঘ
১৯। বাংলাদেশে cycas উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে-
ক. দিনাজপুর খ. বরিশাল
গ. ময়মনসিংহের মধুপুর বনে
ঘ. চট্টগ্রামের বাড়িয়াঢালা বনে
২০। কোন গোত্রের ফুলে ভ্যাক্সিলা থাকে-
ক. liliaceac খ. Palilionoideae
গ. Solanaceae ঘ. Malvaceae

উত্তরগুলো মিলিয়ে নিন : ১. ঘ ২. খ ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. গ ৭. খ ৮. ঘ ৯. গ ১০. খ ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. খ ১৫. ক ১৬. ঘ ১৭. খ ১৮. খ ১৯. ঘ ২০. খ।
 

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24
Edu Daily 24 Senior Reporter

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.