ঢাকা বিশ্ববিদ্যালয় : ২০ মার্চ সন্ধ্যার মধ্যে হল ছাড়ার নির্দেশ


এডু ডেইলি ২৪ প্রকাশ: মার্চ ১৯, ২০২০, ৪:৩৫ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৩ অপরাহ্ন /
ঢাকা বিশ্ববিদ্যালয় : ২০ মার্চ সন্ধ্যার মধ্যে হল ছাড়ার নির্দেশ

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের হল খালি করার সিদ্ধান্ত নিয়েছে নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।

আজ (১৯ মার্চ ২০২০) দুপুরে সিন্ডিকেটের এক জরুরি সভা থেকে আগামীকাল ২০ মার্চ ২০২০ (শুক্রবার) সন্ধ্যা ৬টার মধ্যে হলে অবস্থানরত শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের ছুটি ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ছুটির এ সময়ে সব ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Rate this post