দাখিল-আলিমে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ


এডু ডেইলি ২৪ প্রকাশ: জানুয়ারি ৯, ২০২০, ১:১১ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:১৪ অপরাহ্ন /
দাখিল-আলিমে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ

২০১৯ সালের দাখিল ও আলিম পরীক্ষার ফলের ভিত্তিতে ২,১০০ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচন করা হয়েছে। এদের মধ্যে দাখিলে ১,৩৫০ জন এবং আলিমে ৭৫০ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশিত হয়।

দাখিলে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৬০০ জনকে মেধাবৃত্তি ও ৭৫০ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। আর আলিমে ১৫০ জনকে মেধাবৃত্তি ও ৬০০ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।

দাখিলে মেধাবৃত্তিপ্রাপ্তদের মাসিক ৬০০ টাকা, বার্ষিক এককালীন ১,০৫০ টাকা। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসিক ৩০০ টাকা এবং বার্ষিক এককালীন ৬০০ টাকা দেয়া হবে। তারা আগামী দুই বছর বৃত্তি সুবিধা পাবে।

আলিমে মেধাবৃত্তিপ্রাপ্তদের মাসিক ৭৫০ টাকা এবং বার্ষিক এককালীন ১,৮০০ টাকা দেয়া হবে। এছাড়া, সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসিক ৩৫০ টাকা এবং বার্ষিক এককালীন ৭৫০ টাকা দেয়া হবে। কোর্সের মেয়াদ অনুযায়ী ৩, ৪ কিংবা ৫ বছর এ সুবিধা পাবে বৃত্তিপ্রাপ্তরা।

দাখিল ও আলিম পরীক্ষার বৃত্তিপ্রাপ্তদের তালিকা (৫৭ পৃষ্ঠা, পিডিএফ) এই লিংকে : http://bmeb.ebmeb.gov.bd/data/20200107153437204348.pdf

Rate this post