নটরডেম, হলিক্রস-সহ ৪ কলেজে স্বতন্ত্র নিয়মে একাদশে ভর্তির অনুমতি
২০২০-২০২১ শিক্ষাবর্ষে কলেজে একাদশ শ্রেণিতে রাজধানীর নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সেন্ট গ্রেগরী কলেজ তাদের নিজস্ব স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্রভাবে শিক্ষার্থী ভর্তি করতে পারবে বলে অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
তবে, করোনা প্রাদুর্ভাবের কারণে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে কলেজগুলোকে অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া স্বাস্থ্যবিধি সরকারের নির্দেশনা মেনে চলতে শর্ত দেয়া হয়েছে। বিষয়টি জানিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে।
এদিকে নটরডেম কলেজ আজ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
২০১৫ সাল থেকে কলেজের একাদশ শ্রেণিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। অনলাইনে শিক্ষার্থীর আবেদনের পছন্দক্রম থেকে ফলাফলের ভিত্তিতে একটি কলেজ নির্ধারণ করা হয়। তবে নটরডেম কলেজসহ কয়েকটি কলেজ এর বাইরে স্বতন্ত্র নিয়মে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে আসছে।