পর্যটন করপোরেশনের NHTTI-এ ৬ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি-২০২০
বাংলাদেশ পর্যটন করপোরেশনের ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটে (NHTTI) ১৮ সপ্তাহ মেয়াদী বিভিন্ন কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষা ও কোর্স প্রথমবারের মতো অনলাইনে হবে। প্রশিক্ষণ বা কোর্সভেদে অনলাইনে লিখিত ভর্তি পরীক্ষা হবে ২০ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত। একেক কোর্সের পরীক্ষা একেক সময়ে হবে।
নতুন বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন >> ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ : https://edudaily24.com/27618/
দেশে-বিদেশে হোটেল, মোটেল, গেস্ট হাউজ, রেস্তোরাঁ, ফাস্ট ফুড শপ, বেকারি, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, বিমান সংস্থাসহ পর্যটন শিল্প ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানে প্রাসঙ্গিক ক্ষেত্রে কর্মজীবন গড়ে তুলতে আগ্রহী প্রার্থীরা এসব কোর্সের জন্য আবেদন করতে পারেন।
এনএইচটিটিআই-এ প্রশিক্ষণ কোর্সগুলো হলো- ১. ফ্রন্ট অফিস অ্যান্ড সেক্রেটারিয়্যাল অপারেশন্স (কোর্স ফি ৩০,০০০ টাকা),
২. ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন (শেফ), কোর্স ফি ৪৫,০০০ টাকা,
৩. ট্যুর গাইড অ্যান্ড ট্রাভেল এজেন্সি অপারেশন্স (৩৫,০০০ টাকা),
৪. ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস (৩৫,০০০ টাকা,
৫. বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন (৩৫,০০০ টাকা), ৬. হাউজকিপিং অ্যান্ড লন্ড্রি অপারেশন্স (৩০,০০০ টাকা)
আবেদন করতে হবে ১৯ জুলাই ২০২০ তারিখের মধ্যে http://103.56.208.205/bpc_erp/online_admission ওয়েবসাইট লিংক থেকে। কোর্স শুরু হবে ২৩ আগস্ট ২০২০ থেকে।
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে :