সারা দেশের পল্লী বিদ্যুৎ সমিতির মোবাইল নাম্বার ২০২৩ [কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সেল হটলাইন]
সারা দেশের পল্লী বিদ্যুৎ সমিতির মোবাইল নাম্বার ২০২৩ [কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সেল হটলাইন] প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB)। সেচ সংক্রান্ত কাজে পল্লী বিদুতের বিদ্যুৎ পরিসেবা পেতে এসব নাম্বার বা হটলাইন চালু করা হয়েছে। এসব নাম্বারে কল করে গ্রাহকরা দরকারি তথ্য সেবা পাওয়ার পাশাপাশি কোনো অভিযোগ থাকলে জানাতে পারবেন।