বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ ২০২৩ সার্কুলার pdf
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ ২০২৩ সার্কুলার (Bangladesh police headquarters job circular 2023 pdf) প্রকাশিত হয়েছে। ৩ ধরনের পদে মোট ১৯ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ (Bangladesh Police)। পদভেদে আবেদনের যোগ্যতা এইচএসসি / সমমান থেকে স্নাতক / সমমান। আবেদন করতে হবে অনলাইনে (http://phqcr.teletalk.com.bd) ২৬ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ ২০২৩ তারিখের মধ্যে।
পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ ২০২৩
নিয়োগ কর্তৃপক্ষ | বাংলাদেশ পুলিশ (Bangladesh police) |
পদের সংখ্যা | ১৯টি |
শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি থেকে স্নাতক |
আবেদন শুরুর তারিখ | ২৬ ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১০টা |
আবেদনের শেষ তারিখ | ১৮ মার্চ ২০২৩ বিকাল ৫টা |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.police.gov.bd |
আবেদনের লিংক | http://phqcr.teletalk.com.bd |
পদের নাম, সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও বেতন
১. পদের নাম : শার্ট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
- পদ সংখ্যা : ৪টি
- বেতন : ১০২০০-২৪৬৮০ টাকা
- বেতন গ্রেড : ১৪
- শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/ সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
২. পদের নাম : পরিসংখ্যান সহকারী
- পদ সংখ্যা : ১টি
- বেতন : ১০২০০-২৪৬৮০ টাকা
- বেতন গ্রেড : ১৪
- শিক্ষাগত যোগ্যতা : পরিসংখ্যান বিষয় সহজ স্নাতক ডিগ্রি।
৩। পদের নাম : অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদ সংখ্যা : ১৪টি
- বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা
- বেতন গ্রেড : ১৬
- শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
প্রার্থীর বয়স
আবেদন প্রার্থীর বয়স ১ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের তারিখ ও সময়
অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু ২৬ ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১০টা থেকে। আবেদনের শেষ তারিখ ও সময় ২৮ মার্চ ২০২৩ বিকাল ৫টা পর্যন্ত।
আবেদন ফি
আবেদন ফি ২২৩ টাকা (সার্ভিস চার্জসহ)। এই ফি টেলিটক প্রি-পেইড সিম থেকে আবেদন করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে SMS-এর মাধ্যমে জমা দিতে হবে।
অনলাইনে আবেদনের নিয়ম
আবেদন করতে হবে http://phqcr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। বিস্তারিত নির্দেশনা আবেদন চলাকালীন সময়ে উল্লিখিত এই সাইটে পাওয়া যাবে।
পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ ২০২৩ সার্কুলার pdf – বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
Bangladesh police headquarters job circular 2023 pdf
- Bangladesh police headquarters job circular 2023 pdf download link : https://www.police.gov.bd/storage/upload/announcement/HyO4CT1fUTbKWgwWvqVTSResbYdDsV76vrShxdYK.pdf