প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে না!


এডু ডেইলি ২৪ প্রকাশ: জুন ২০, ২০২১, ৫:১৭ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৫ অপরাহ্ন /
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে না!

করোনার কারণে গত বছরের মতো চলতি বছরও (২০২১) প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হচ্ছে না! ২০ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ এম মনছুরুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা পরীক্ষা বাতিলের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে গত বছরের মতো এ বছর অটো প্রমোশন বা অটোপাস দেয়া হবে না।

বাড়ির কাজের মাধ্যমে মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের পরীক্ষা না নিয়ে ‘বাড়ির কাজের’ মাধ্যমে মূল্যায়নের বিষয়টি আগেভাগেই জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এর জন্য কোন পদ্ধতিতে তাদের পরবর্তী ক্লাসে প্রমোশন দেওয়া হবে, সেটির সারসংক্ষেপ তৈরির কাজ শুরু করেছে গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আরো জানান, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শিক্ষার্থীদের ক্লাসে আনা সম্ভব হলেও তাদের বার্ষিক পাঠপরিকল্পনার আলোকে পড়ানো হবে। এ প্রক্রিয়ায় মূল্যায়নের ব্যবস্থা নিশ্চিত করা হবে।

Rate this post