বাণিজ্য ব্যবস্থার উপর ডব্লিউটিওর তত্ত্বাবধান জোরদারে চীনের আহ্বান

বাণিজ্য ব্যবস্থার উপর ডব্লিউটিওর তত্ত্বাবধান জোরদারে চীনের আহ্বান
ডিসেম্বর ৩: গতকাল (মঙ্গলবার) বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বাণিজ্য নীতি পর্যালোচনা সংস্থার আনুষ্ঠানিক সভায়, সদ্য প্রকাশিত সদস্যদের বাণিজ্য ব্যবস্থার পর্যবেক্ষণ প্রতিবেদন নিয়ে নিজ অবস্থান তুলে ধরে চীন। সদস্যদেরকে বাণিজ্য ব্যবস্থা সম্পর্কে অবহিত করার বাধ্যবাধকতা পালন করা, বাণিজ্য নীতির স্বচ্ছতা জোরদার এবং বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার স্থিতিশীল কার্যক্রম রক্ষা করার আহ্বান জানায় চীন। ডব্লিউটিও’র মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইউইলা সভায় বক্তৃতায় বলেন, বিশ্ব বাণিজ্য ব্যবস্থা গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে গুরুতর অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, একতরফা শুল্ক আরোপ ব্যাপকভাবে বেড়েছে, ভূরাজনৈতিক উত্তেজনা ও আঞ্চলিক সংঘাত বৃদ্ধি পেয়েছে। একই সময়ে, বাণিজ্য ব্যবস্থা ও বৈশ্বিক বাণিজ্য যথেষ্ট স্থিতিস্থাপকতা প্রদর্শন করছে। প্রায় ৭২ শতাংশ বাণিজ্য এখনও সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশ নীতির অনুযায়ী পরিচালিত হচ্ছে। ডব্লিউটিও শুল্ক সংক্রান্ত বিষয়ে অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং শিগগিরই আবার সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের বাণিজ্যের মূল্যায়ন করবে। চীনের প্রতিনিধি বলেন, বর্তমানে বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে, একতরফাবাদ ও সংরক্ষণবাদ তীব্র হচ্ছে, উচ্চ শুল্কের মতো বাণিজ্য বাধা উল্লেখযোগ্যভাবে বাড়ছে, যা বৈশ্বিক বাণিজ্য শৃঙ্খলার জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করছে। এই প্রেক্ষাপটে, ডব্লিউটিওর বাণিজ্যিক ব্যবস্থার পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশের গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। এটি বাণিজ্য নীতি পরিবর্তন এবং প্রভাব বিশ্লেষণ পর্যবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে, বাণিজ্য নীতির স্বচ্ছতা বৃদ্ধি এবং সদস্যদের বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থায় আস্থা বাড়াতে সহায়ক। চীনের প্রতিনিধি আরও বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী একটি ডব্লিউটিও সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র সময়মতো তার বাণিজ্য ও সংশ্লিষ্ট ব্যবস্থাগুলো ডব্লিউটিওকে অবহিত করেনি, যা সংস্থাটির তদারকি কার্যক্রমের কার্যকর পরিচালনায় প্রতিকূল প্রভাব ফেলেছে। চীনের পক্ষ থেকে সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়, তাদের স্বচ্ছতার বাধ্যবাধকতা সক্রিয়ভাবে পালন করা উচিত; বর্তমান বাণিজ্য অস্থিরতার পরিস্থিতিতে, নতুন বাণিজ্য ব্যবস্থা, বিশেষ করে শুল্ক পরিবর্তনের ব্যবস্থাপনা সম্পর্কে সক্রিয় ও সময়মতো অবহিত করা উচিত। এগুলোর আইনি বাধ্যবাধকতা আছে কি না তা নির্বিশেষে, সেগুলোকে পর্যবেক্ষণ এবং অবহিত করার আওতায় অন্তর্ভুক্ত করা উচিত। ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) অন্যান্য ডব্লিউটিও সদস্যরাও মত প্রকাশ করে যে, স্বচ্ছতা বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার ভিত্তি; তারা ডব্লিউটিওর বাণিজ্য তদারকি কার্যক্রম ক্রমাগত জোরদার করা, সংশ্লিষ্ট বাণিজ্য ব্যবস্থার ব্যাপক প্রভাব বিশ্লেষণ এবং সদস্যদের বর্তমান বৈশ্বিক বাণিজ্যের ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় আরও ভালোভাবে সহায়তা করার পক্ষে সমর্থন জানায়।(শিশির/হাশিম/স্বর্ণা) 中方在世贸组织呼吁加强贸易措施监督 提升贸易政策透明度  在2日举行的世界贸易组织贸易政策审议机构正式会议上,中方就世贸组织最新发布的成员贸易措施监督报告发表立场,呼吁成员履行贸易措施通报义务,加强贸易政策透明度,维护多边贸易体系稳定运行。   世贸组织总干事伊维拉出席会议并发言指出,全球贸易体系正在经历80年来最严重的动荡,单边关税措施大幅增加、地缘政治紧张和区域冲突加剧。贸易措施监督报告中所述贸易措施数量及其覆盖的贸易额凸显了全球贸易环境动荡。同时,贸易体系和全球贸易展现出相当的韧性。大约72%的贸易依然按照最惠国原则进行。世贸组织将密切关注关税方面的进展情况并将于近期再次开展最惠国贸易份额评估。   中方表示,当前世界经济不确定性加剧,单边主义和保护主义升温,高关税等贸易壁垒显著增加,给全球贸易秩序带来严峻挑战。在此背景下,世贸组织发布贸易措施监督报告具有重要意义,为监测贸易政策变化和影响分析提供了重要信息,有利于提升贸易政策透明度、增强成员对多边贸易体系的信心。   中方发言指出,美国作为对国际贸易产生重要影响的世贸组织成员,并未及时向世贸组织通报其贸易及相关措施,给世贸组织监督职能的有效运行带来了不利影响。中方呼吁,成员应积极履行透明度义务,在当前贸易动荡形势下,应主动、及时通报新的贸易措施,特别是涉及关税变动的安排,无论是否具有法律约束力,都应纳入监测和通报范围。   欧盟等其他世贸组织成员也表示,透明度是多边贸易体制的基石,支持世贸组织不断加强贸易监督职能,对有关贸易措施进行全面的影响分析,帮助成员更好地应对当前全球贸易面临的风险和挑战。  

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.