বিআরটিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | বাস/ট্রাক চালক পদ ২৫০টি

বিআরটিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (BRTC job circular 2023) প্রকাশিত হয়েছে। অস্থায়ী ভিত্তিতে বাস/ট্রাক চালক (অপারেটর) গ্রেড-সি পদে ২৫০ জন নিয়োগ দেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (BRTC)।

বিআরটিসি নিয়োগ ২০২৩

প্রতিষ্ঠান : বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) / BRTC
মোট পদের সংখ্যা :২৫০টি
চাকরির ধরনঅস্থায়ী
আবেদনের মাধ্যম : সরাসরি/কুরিয়ার/ডাকযোগে
আবেদন শুরুর তারিখ :১৬ জুলাই ২০২৩
আবেদনের শেষ তারিখ : ১৪ আগস্ট ২০২৩
আবেদন ফি :৩০০ টাকা
ওয়েবসাইট : brtc.gov.bd
BRTC job circular 2023

পদের নাম, সংখ্যা ও আবেদনের যোগ্যতা

  • পদের নাম: বাস/ট্রাকচালক (অপারেটর) গ্রেড-সি
  • পদসংখ্যা: ২৫০
  • শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্স ও পাবলিক সার্ভিস ভেহিকেলসসহ (পিএসডি) ভারী যান চালনায় কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা অবশ্যই আবশ্যক। যানবাহনের প্রাথমিক মেরামত এবং যানবাহনের ছোটখাটো খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান আবশ্যক। পরিমাণ বিধি, অর্থাৎ মহাসড়ক সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে।
  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের তারিখ

সরাসরি/কুরিয়ার/ডাকযোগে আবেদন করতে হবে ১৬ জুলাই থেকে ১৪ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে।

আবেদনের ঠিকানা

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মোহাম্মদ সাইদুর রহমান, (উপসচিব), জেনারেল ম্যানেজার (প্রশা. ও পার্সো.), বিআরটিসি, ২১ রাজউক অ্যাভিনিউ, ঢাকা-১০০০।

আবেদন ফি

‘চেয়ারম্যান বিআরটিসি’ ২১ রাজউক অ্যাভিনিউ, ঢাকা-১০০০ বরাবর যেকোনো বাণিজ্যিক ব্যাংক থেকে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

বিআরটিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ / বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বিআরটিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ / বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বিআরটিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ / বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বিআরটিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ pdf [১৩৮ পদে চাকরির সুযোগ]

বিআরটিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। অস্থায়ী ভিত্তিতে ৯ ক্যাটাগরির পদে ১৩৮ জন নিয়োগ দেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আবেদন করতে হবে অনলাইনে (http://brtc.teletalk.com.bd) ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে ২৬ ডিসেম্বর ২০২২ বিকাল ৫টার মধ্যে।

বিআরটিসি নিয়োগ ২০২২

প্রতিষ্ঠান : বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) /BRTC
মোট পদের সংখ্যা :১৩৮টি
পদের ক্যাটাগরি :৯ ক্যাটাগরি
আবেদনের মাধ্যম : অনলাইন
আবেদন শুরুর তারিখ :১১ ডিসেম্বর ২০২২
আবেদনের শেষ তারিখ : ২৬ ডিসেম্বর ২০২২
আবেদন ফি :৩০০ টাকা
আবেদনের লিংক :brtc.teletalk.com.bd
ওয়েবসাইট : brtc.gov.bd
BRTC job circular 2022

পদের নাম ও সংখ্যা

১. পদের নাম : কোষাধ্যক্ষ

পদের সংখ্যা : ৭টি
যোগ্যতা : বাণিজ্যে এইচএসসি পাস
বয়সসীমা : ১৮-৩০ বছর।
বেতন স্কেলঃ ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

২. পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা : ২টি
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা
বেতন গ্রেড : ১৬
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক/সমমান
অভিজ্ঞতা : বাংলা টাইপিংয়ে ২৩ শব্দ ও ইংরেজি টাইপিংয়ে ২৮ শব্দ মিনিটে

৩. পদের নাম : জব সহকারী

পদের সংখ্যা : ১৬টি
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা
বেতন গ্রেড : ১৬
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) পাস
অভিজ্ঞতা : বাংলা টাইপিংয়ে ২৩ শব্দ ও ইংরেজি টাইপিংয়ে ২৮ শব্দ মিনিটে

৪. পদের নাম : কারিগর বি সাধারণ

  • পদের সংখ্যা : ১৫টি
  • যোগ্যতা : এসএসসি পাস বয়সসীমাঃ ১৮-৩০ বছর।
  • বেতন স্কেল : ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৫. পদের নাম : কারিগর বি ট্রেড

  • পদের সংখ্যা : ১০টি
  • যোগ্যতা : এসএসসি পাস
  • বয়সসীমা : ১৮-৩০ বছর।
  • বেতন স্কেল : ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৬. পদের নাম : কারিগর সি সাধারণ (১৫ টি)

  • পদের সংখ্যা : ১৫টি
  • যোগ্যতা : এসএসসি পাস
  • বয়সসীমা : ১৮-৩০ বছর।
  • বেতন স্কেল : ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৭. পদের নাম : কারিগর সি ট্রেড

  • পদের সংখ্যা : ১২টি
  • যোগ্যতা : এসএসসি পাস
  • বয়সসীমা : ১৮-৩০ বছর।
  • বেতন স্কেল : ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৮. পদের নাম : কারিগর ডি সাধারণ (২৮ টি)

  • পদের সংখ্যা : ২৮টি
  • যোগ্যতা : এসএসসি পাস
  • বেতন স্কেল : ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

৯. পদের নাম : কারিগর ডি ট্রেড (২০ টি)

  • পদের সংখ্যা : ২০টি
  • যোগ্যতা : এসএসসি পাস
  • বয়সসীমা : ১৮-৩০ বছর।
  • বেতন স্কেল : ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

আবেদনের সময়সীমা

সব ক্যাটাগরির পদের প্রার্থীদেরই অনলাইনে (http://brtc.teletalk.com.bd) আবেদন করতে হবে। আবেদনের তারিখ ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে ২৬ ডিসেম্বর ২০২২ বিকাল ৫টা পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

  • কোষাধ্যক্ষ পদে আবেদনের জন্য কোনো প্রতিষ্ঠানে কোষাধ্যক্ষ হিসেবে তিন বছরের অভিজ্ঞতাসহ বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পাস হতে হবে। এ ছাড়া সাত হাজার টাকা নগদ জামানত দিতে হবে।
  • অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের জন্য এইচএসসি বা সমমান পাস হতে হবে।
  • জব সহকারী পদের জন্য বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস হতে হবে।

  • কারিগর-বি (সাধারণ), কারিগর-বি (ট্রেড), কারিগর-সি (সাধারণ) ও কারিগর-সি (ট্রেড) পদে আবেদনের জন্য এসএসসি পাস হতে হবে।
  • কারিগর-ডি (সাধারণ) ও কারিগর-ডি (ট্রেড) পদে আবেদনের সর্বনিম্ন যোগ্যতা অষ্টম শ্রেণি পাস।

আবেদন ফি জমার নিয়ম


Online-এ আবেদন ফরম পূরণ করে Submit করলে আপনি একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy তে একটি User ID নম্বর দেওয়া থাকবে।

User ID নম্বর ব্যবহার করে আপনি নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন।

  • আবেদন ফি ৩০০ টাকা।

• ১ম SMS: BRTC <স্পেস> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
• ২ম SMS: BRTC <স্পেস> Yes <স্পেস> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

বিআরটিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ / বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বিআরটিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ / বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ - Bangladesh Road Transport Corporation BRTC job circular 2022 pdf http://brtc.teletalk.com.bd http://www.brtc.gov.bd
বিআরটিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ / BRTC job circular 2022

Bangladesh Road Transport Corporation / BRTC job circular 2022 pdf

BRTC job circular 2022 pdf download link : http://www.brtc.gov.bd/sites/default/files/files/brtc.portal.gov.bd/notices/d35fd37a_f369_4cb7_b7db_c76ab9046e0b/2022-12-08-08-36-fa9d988e831264055cf9b8a00850415d.pdf

Source : Dainik Amader Shomoy, 8th December 2022