মেট্রোরেল নিয়োগ পরীক্ষার তারিখ ও সিলেবাস ২০২২ [টিকিট মেশিন অপারেটর]


এডু ডেইলি ২৪ প্রকাশ: ডিসেম্বর ১৩, ২০২২, ৪:০৩ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৮ অপরাহ্ন /
মেট্রোরেল নিয়োগ পরীক্ষার তারিখ ও সিলেবাস ২০২২ [টিকিট মেশিন অপারেটর]

টিকিট মেশিন অপারেটর পদে মেট্রোরেল নিয়োগ পরীক্ষার তারিখ ও সিলেবাস ২০২২ প্রকাশিত হয়েছে।মেট্রোরেল-এর অধীনস্থ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষার সূচি ও সিলেবাস সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকিট মেশিন অপারেটর পদের নিয়োগ পরীক্ষা (MCQ) হবে ১৭ ডিসেম্বর ২০২২ তারিখ সকাল ১০টা থেকে ১১.২০টা পর্যন্ত। পরীক্ষার স্থান বা কেন্দ্র : এমআইটি (মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি), মিরপুর সেনানিবাস, ঢাকা।

Metro rail-এর Ticket machine operator লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে ৪টি বিষয়ের উপর। আকারে গ্রহণ করা হবে। 

মেট্রোরেল নিয়োগ ২০২২

নিয়োগ প্রতিষ্ঠান :ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড / Metro rail
পদের নাম :টিকিট মেশিন অপারেটর
পদের সংখ্যা :
লিখিত পরীক্ষার তারিখ ও সময় :১৭ ডিসেম্বর ২০২২ সকাল ১০টা
লিখিত পরীক্ষা পদ্ধতি : MCQ
পরীক্ষার সময় :১ ঘণ্টা ২০ মিনিট
Metro rail exam date 2022

মেট্রোরেল নিয়োগ পরীক্ষার পদ্ধতি ও বিষয়

  • লিখিত পরীক্ষা পদ্ধতি : MCQ (বহু নির্বাচনী প্রশ্ন)
  • পরীক্ষার সময় : ১ ঘণ্টা ২০ মিনিট

লিখিত পরীক্ষার বিষয়বস্তুর (topic) তালিকা

ক. দেশ ও কৃষ্টি
খ. মাধ্যমিক পর্যায়ের বাংলা ও ইংরেজি ব্যাকরণ
গ. মাধ্যমিক পর্যায়ের গণিত
ঘ. মেট্রোরেল

মেট্রোরেল নিয়োগ পরীক্ষার তারিখ ও সিলেবাস সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২২

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকিট মেশিন অপারেটর (ticket machine operator) পদের বিপরীতে যেসব প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পাওয়া গেছে, তাদের বর্তমান ঠিকানায় পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি উল্লেখ করে বিশেষভাবে ডাকযোগে (আন্ডার সার্টিফিকেট অব পোস্টিং) আবার admit card (প্রবেশপত্র) পাঠানো হবে।

Metro rail ticket machine operator exam date and syllabus 2022

Metro rail ticket machine operator exam date and syllabus 2022 - মেট্রোরেল নিয়োগ পরীক্ষার তারিখ ও সিলেবাস সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২২
মেট্রোরেল নিয়োগ পরীক্ষার তারিখ ও সিলেবাস সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২২
Rate this post