মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ২০২১


এডু ডেইলি ২৪ প্রকাশ: এপ্রিল ৪, ২০২১, ১০:৩৭ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৪ অপরাহ্ন /
মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ২০২১

২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ৪ এপ্রিল ২০২১ (রবিবার) সন্ধ্যা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট পাওয়া যাবে।

এমবিবিএস ভর্তি পরীক্ষার রেজাল্ট পাওয়া যাবে এই লিংকে : https://result.dghs.gov.bd/mbbs/
কারিগরি সমস্যার কারণে প্রথমদিকে ওয়েবসাইটে পেতে ফলাফল কিছুটা বিলম্ব হয়েছিল, তবে এখন ফলাফল দেখা যাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্য শিক্ষা বিভাগ কর্তৃক মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ এর ফল প্রকাশ সংক্রান্ত বিষয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

ভর্তি পরীক্ষায় পাস করেছে ৪৮,৯৭৫ জন শিক্ষার্থী। পাশের হার ৩৯.৮৬ শতাংশ। এসব পরীক্ষার্থীরা তাদের মেধাক্রম অনুযায়ী সরকারি–বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পাবেন।

এ বছরের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় প্রথম হয়েছেন মিশোরী মুনমুন (রোল নম্বর : ২৫০০২৩৮)। তিনি পাবনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন। তার মেরিট স্কোর ২৮৭.২৫, টেস্ট স্কোর ৮৭.২৫ এবং মেরিট পজিশন ১।

পাস করা শিক্ষার্থীদের মধ্যে নির্বাচিত করা হয়েছে ৪,৩৫০ জনকে। এদের মধ্যে ছাত্রী ২,৩৪১ জন (৫৪ শতাংশ) এবং ছাত্র ২ হাজার ৯ জন (৪৬ শতাংশ)। এদের মধ্যে চলমান শিক্ষাবর্ষ থেকে নির্বাচিত হয়েছেন ৩,৯৩৭ জন এবং পূর্ব শিক্ষাবর্ষ থেকে নির্বাচিত ৪১৩ জন।

এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার ৮৭৪। এদের মধ্যে অংশগ্রহণ করেছিল ১ লাখ ১৬ হাজার ৭৯২। অনুপস্থিত ছিল ৬ হাজার ৮২ জন।

উল্লেখ্য, গত ২ এপ্রিল (শুক্রবার) ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সারা দেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Rate this post