৭ম শ্রেণির এসাইনমেন্ট ২০২২ বাংলা


এডু ডেইলি ২৪ প্রকাশ: ফেব্রুয়ারি ১৭, ২০২২, ৪:২৬ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৭ অপরাহ্ন /
৭ম শ্রেণির এসাইনমেন্ট ২০২২ বাংলা

সপ্তম শ্রেণির এসাইনমেন্ট ২০২১ ( বাংলা, গণিত – ২১তম সপ্তাহ ) এখানে দেয়া হয়েছে। ৭ম শ্রেণির ১ম সপ্তাহের এসাইনমেন্ট ৬ ফেব্রুয়ারি ও ২য় এসাইনমেন্ট ১৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রকাশ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (dshe.gov.bd)।

  • ☑ ১ম সপ্তাহে ৭ম শ্রেণির ২টি বিষয়ের এসাইনমেন্ট দেয়া হয়েছে : বাংলা ও গণিত
  • ☑ ১ম সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশের তারিখ : ৬ ফেব্রুয়ারি ২০২২

☑ ২য় সপ্তাহে ৭ম শ্রেণির ২টি বিষয়ের এসাইনমেন্ট দেয়া হয়েছে : English ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়
☑ ২য় সপ্তাহের ৭ম শ্রেণির এসাইনমেন্ট প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২২
☑ ২য় সপ্তাহের ৭ম শ্রেণির এসাইনমেন্ট pdf ডাউনলোড লিংক (পৃষ্ঠা ৪ ও ১১) : http://www.dshe.gov.bd/sites/default/files/files/dshe.portal.gov.bd/notices/49fa6b81_3a73_48cb_9475_ad832d0d7cf6/Assignment-School-6-10-Wk2.pdf

সপ্তম শ্রেণির ২য় সপ্তাহের এসাইনমেন্ট ২০২২ – ইংরেজি – বাংলাদেশ ও বিশ্বপরিচয়

97jB1MO
৭ম শ্রেণির এসাইনমেন্ট ২০২২ বাংলা 2

সপ্তম শ্রেণির এসাইনমেন্ট ২০২২ বাংলা – ১ম সপ্তাহ

৭ম শ্রেণির এসাইনমেন্ট ২০২২ (১ম সপ্তাহ) এর বাংলা বিষয়ের এসাইনমেন্ট প্রশ্ন ও উক্তর নিয়ে এখানে আলোচনা করা হয়েছে।

৭ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট ২০২২ (১ম সপ্তাহ)

এসাইনমেন্ট শিরোনাম : সমাজ ও সভ্যতা গঠনে শ্রমজীবী মানুষের অবদান।

শিখনফল/ বিষয়বস্তুঃ শিখনফল : ২৪.১ আর্থ-সামাজিক পেশা গোষ্ঠীর অবদান বর্ণনা করতে পারবে।

অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা (ধাপ/পরিধি/সংকেত) :

নির্দেশনা :
পাঠ্যবই থেকে ‘কুলি-মজুর’ কবিতা পড়তে হবে।
একজন শ্রমজীবী মানুষের সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হবে।

৭ম শ্রেণির ১ম সপ্তাহের এসাইনমেন্ট বাংলা উত্তর ২০২২

শ্রমজীবী মানুষের পরিচয়

সভ্যতার আদিতে যখন প্রতিকূল পরিবেশ ও বিরুদ্ধ প্রকৃতি মানুষের অস্তিত্বকে করে তুলেছিল বিভিষীকাময়, মানুষ তার আপন শ্রম দ্বারা বিশ্বের সকল শক্তিকে পরাভূত করে আশরাফুল মাখলুকাতরূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন, মানবজীবনে শ্রমের গুরুত্ব সর্বাধিক। সেদিন এদেশের বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহ করে, এদেশে রয়েছে নানা পেশার মানুষ। কোনাে কোনাে পেশার মানুষ কায়িক শ্রম বা দৈহিক পরিশ্রম করে নানা কাজ করেন, তাদের শ্রমজীবী মানুষ বলা হয়।

বিভিন্ন পেশার মানুষের তালিকা

১. ডাক্তার: একটি মানুষকে মানসিক শারীরিকভাবে সুস্থ করে তুলতে পারেন যিনি তিনি তাে জাতির নায়ক স্বরুপ। আর তাই পুরাে জাতিই তার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। সমাজের এই উচ্চতম জায়গায় যেতে কে না চায়। এজন্যই এই পেশাটি সকলের এত বেশি প্রিয়।

২. প্রকৌশলী: সমাজের একেবারে উচ্চশ্রেণীর পেশাগুলাের মধ্যে একটি হল এই প্রকৌশলী পেশা। এই পেশার যেমনটা সম্মান রয়েছে তেমন রয়েছে অনেক বেশি। সুযােগ সুবিধা। এই পেশার মানুষজন একটি সমাজের নির্মাতা হিসেবে কাজ করেন। আর এই কারণেই এই পেশাটি অনেক বেশি জনপ্রিয়।

৩. পাইলট: অনেকের স্বপ্ন থাকলেও এই আকাশচুম্বী পাইলট হতে পারেন না। আবার যারা অনেক বেশি পরিশ্রমী তারা যেতে পারেন এই পেশায়। একজন পাইলটই পারেন সমগ্র পৃথিবীকে জয় করতে। আর তাই সব বাবা মা-ই চেয়ে থাকেন আমার ছেলে বা মেয়েটি এই পেশায় অন্তর্ভূক্ত হােক। এজন্যই এই পেশাটি এত বেশি জনপ্রিয়।

৪. শিক্ষক: বলা হয়ে থাকে শিক্ষাই জাতির মেরুদন্ড। আর যারা শিক্ষা বিলিয়ে দেয়ার এই গুরু দায়িত্ব পালন করেন তারা জাতির সর্বোচ্চ অংশেই থাকেন। বিশেষত সম্মানের খাতিরেই এই পেশাটি এত বেশি জনপ্রিয়।

৫. খেলােয়াড়: বর্তমানের ছেলেমেয়েদের কাছে এই পেশাটি অনেক বেশি জনপ্রিয়। আর এই পেশায় ছেলেদের পাশাপাশি এখন মেয়েরাও বেশ অগ্রসর হচ্ছে। প্রতিটি পেশাই একটি জাতির হয়ে কাজ করে, একটি দেশের হয়ে কাজ করে। আর এই পেশাটিও তাই। একটি দেশের মান রক্ষা করে এই পেশা। এ কারণেই পেশাটি ছেলেমেয়েদের কাছে এতটাই প্রিয়।

সমাজ সভ্যতা নির্মাণের শ্রমজীবী মানুষের ভূমিকা

১. সভ্যতার বিনির্মাণঃ একজন রাজ মিস্ত্রি এবং রাজ শ্রমিক সভ্যতা সৃষ্টি হয়েছে। বড় বড় শহরের বড় বড় অট্টালিকা তৈরি পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে একজন রাজমিস্ত্রির। বলা যায় সভ্যতার বিনির্মাণ শুরু হয় রাজমিস্ত্রির হাত ধরে।

২. রাস্তা-ঘাট নির্মাণঃ আমাদের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাঘাট নির্মাণ করে রাস্তাঘাট নির্মাণ করে রাজমিস্ত্রিরা। তারা সঠিকভাবে কাজ করে রাস্তাঘাট নির্মাণ করে বলেই আমরা অনায়াসে একস্থান থেকে অন্যস্থানে খুব দ্রুত যেতে পারি।

৩. অবকাঠামােগত উন্নয়নে ভূমিকাঃ একটি দেশের অবকাঠামােগত উন্নয়নে রাজমিস্ত্রি শ্রমজীবী মানুষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবন নির্মাণ থেকে শুরু করে যে কোন ধরনের স্থাপনা যেমন বিমান বন্দর, সমুদ্র বন্দর, স্টেডিয়াম, ভাস্কর্য, সেতু, উড়াল সড়ক, রাস্তা, বাঁধ, কৃত্রিম জলাধার, পানি-গ্যাস-তেল সঞ্চালন লাইন, পয়ােনিষ্কাশন লাইন সহ নগরায়নের প্রত্যেকটি ক্ষেত্রে একজন নির্মাণ শ্রমিকের কাজ।

>> ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট ২০২২ : সব সপ্তাহের প্রশ্ন ও উত্তর
>> অষ্টম শ্রেণির এসাইনমেন্ট ২০২২ – সব সপ্তাহের প্রশ্ন ও উত্তর

Rate this post