সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – পদ ৫১১টি


এডু ডেইলি ২৪ এপ্রিল ২৫, ২০২২, ৩:১৪ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩০ অপরাহ্ন
সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – পদ ৫১১টি

সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৭ ক্যাটাগরির পদে মোট ৫১১ জনকে নিয়োগ দেবে সমবায় অধিদপ্তর। অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে ২০ মার্চ সকাল ১০টা থেকে ২১ এপ্রিল ২০২২ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।

সমবায় অধিদপ্তর নিয়োগ ২০২২

নিয়োগদাতা প্রতিষ্ঠান :সমবায় অধিদপ্তর
মোট পদ :৫১১টি পদ
চাকরির ধরন :সরকারি চাকরি
আবেদনের সময়সীমা :২০-৩-২০২২ থেকে ২১-৪-২০২২
আবেদনের ওয়েবসাইট :http://coop.teletalk.com.bd
সমবায় অধিদপ্তরের সাইট :http://coop.gov.bd

পদের নাম ও সংখ্যা

১. পরিদর্শক – ৩৪টি পদ
২. মহিলা পরিদর্শক – ১টি
৩. প্রশিক্ষক – ১৬টি
৪. ফিল্ড ইনভেস্টিগেটর – ১৯টি
৫. কম্পিউটার – ২টি


৬. সহকারী পরিদর্শক – ১০৫টি
৭. মহিলা সহকারী পরিদর্শক – ২টি
৮. সহকারী প্রশিক্ষক – ১১টি
৯. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর – ২টি
১০. ড্রাইভার / ফিল্ম ভ্যান ড্রাইভার – ৬টি


১১. তাঁত সুপারভাইজার – ৫টি
১২. ক্যাশিয়ার – ৪টি
১৩. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর – ১০৮টি
১৪. ডাটা এন্ট্রি অপারেটর – ১টি
১৫. সহকারী ফিল্ম অপারেটর – ২টি


১৬. নৈশ প্রহরী – ৪টি
১৭. অফিস সহায়ক – ১৮৯টি

বয়স

১ মার্চ ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ হতে হবে। তবে মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রেও বয়সসীমা ৩২ বছর।

আবেদনের তারিখ

অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ২০ মার্চ ২০২২ সকাল ১০টা থেকে। আবেদনের শেষ তারিখ ২১ এপ্রিল ২০২২ বিকাল ৫টা।

আবেদনের নিয়ম

আবেদন করতে হবে অনলাইনে (http://coop.teletalk.com.bd)। আবেদন সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদন ফি

১-১৪ নং পদের জন্য ১১২ টাকা, ১৫-১৭ নং পদের জন্য ৫৬ টাকা।

সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022 – COOP job circular 2022

coop job circular 2022 - Department of Cooperatives job circular 2022 pdf
Department of Cooperatives job circular 2022

COOP job circular 2022 pdf download link : http://coop.teletalk.com.bd/circular.pdf

Rate this post

Leave a Reply

BD Results App