দেশের আকাশে স্টারলিংক স্যাটেলাইট ট্রেন, এটি কি ও কিভাবে কাজ করে

বাংলাদেশের আকাশে স্টারলিংক স্যাটেলাইট ট্রেন। আকাশ পরিষ্কার থাকায় ১৫ জুলাই ২০২৩ রাতে ৬০টি স্যাটেলাইটের দীর্ঘ সারি দেখা গেছে। ঠাকুরগাঁও ও রংপুর জেলার বিভিন্ন এলাকায় এই দৃশ্য দেখা গেছে।

রাতে ফোঁটা ফোঁটা আলোর চলন্ত বিন্দুর এ দৃশ্য দেখে থমকে গিয়েছিল বহু মানুষ। এ সময় অনেকেই দৃশ্যটি ক্যামেরায় ধারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ দৃশ্যের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।

১৫ জুলাই ২০২৩ রাত ৯টার দিকে ঠাকুরগাঁওসহ আশপাশের এলাকায় অদ্ভুত এই আলোর দেখা মেলে। এ সময় প্রায় ১০ মিনিটের মতো ছুটতে থাকা আলোর বিন্দুগুলো কয়েক কিলোমিটার যাওয়ার পর আকাশে মিলিয়ে যায়।

এটি মূলত স্টারলিংক স্যাটেলাইট ট্রেন। এটি বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্কের একটি স্যাটেলাইট প্রকল্প। আকাশ পরিষ্কার থাকায় ১৫ জুলাই ২০২৩ রাতে ৬০টি স্যাটেলাইটের দীর্ঘ সারি দেখা গেছে। ঠাকুরগাঁও ও রংপুর জেলার বিভিন্ন এলাকায় এই দৃশ্য দেখা গেছে।

আকাশের পূর্ব দিক থেকে শুরু হয়ে পশ্চিম দিকে গিয়ে এটি বিলীন হয়ে যায়। ফোঁটা ফোঁটা আলোর চলার এ দৃশ্য প্রায় ১০ মিনিট স্থায়ী ছিল।

এদিকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দীর্ঘ সারির উজ্জ্বল আলোর বিন্দুর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন উৎসুক অনেকে। রাকিব ইসলাম নামের এক ব্যক্তি ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, রাতের আকাশে অদ্ভুত আলোর দেখা মিলল। যেন অনেকগুলো যুদ্ধবিমান একসঙ্গে কোথাও যাচ্ছে।

স্টারলিংক স্যাটেলাইট ট্রেন কি

রাতের আকাশে উজ্জ্বল তারার মতো জ্বল জ্বল করে সারি সারি বাধা এক ধরনের স্যাটেলাইট। প্রথম কেউ যদি দেখে থাকেন তাহলে সে এ বিষয়ে ভাববেন যে আকাশে হয়তো ভিন গ্রহের কোন UFO উড়ে যাচ্ছে হয়তো বা ওটা ভূত। আসলে এটা এমন কিছু নয়। আসলে এটি বিশেষ কাজের ক্ষেত্রে এটি দেখা যায়। যা বিশ্বের যে কোন স্থানে এটি চলমান থাকতে পারে। এটি মূলত উচ্চ গতির ইন্টারনেট সরবরাহ করার একটি পদ্ধতি। 

সহজ ভাবে বললে স্টারলিংক স্যাটেলাইট হলো SpaceX এর নতুন একটি ইন্টারনেট সরবরাহ করার পদ্ধতি। যা কম খরচে বিশ্বের যেকোনো স্থানে উচ্চ-গতির ইন্টারনেট অ্যাকসেস সরবরাহ করার ধরন। এই স্যাটেলাইট গুলো পৃথিবীর উচ্চ কক্ষ পথে না থেকে নিম্ন কক্ষপথে থেকে পৃথিবী চারিদিকে ঘুরে থাকে। মোট কথা এই অর্থ দাড়ায় যে, এই সাটেলাইট গুলো ভূমি থেকে চোখে দেখতে পাওয়ার মতো ভাবে নিম্ন কক্ষে স্থাপন করা হয়েছে।

নামটি হয়তো শুনছেন। শুনোননি এমন মানুষ কম পাওয়া যাবে। নামটি হলো এলন মাস্ক। এলন মাস্ক তার কোম্পানি SpaceX এর মাধ্যমে উচ্চ-গতির ইন্টারনেট কভারেজ প্রদান করার লক্ষ্য স্থলভাগ দিয়ে অফটিক ফাইবারের ব্যবহার না করে লোয়ার-আর্থ অর্বিটের স্যাটেলাইট এর মাধ্যমে ইন্টারনেট এর উচ্চ গতি সরবরাহ করা। স্যাটেলাইট গুলো যাতে একই ক্লাস্টারে কাজ করতে পারে তাই ডিজাইন এভাবে তৈরি কর হয়েছে। একটি ক্লাস্টারে ৬০টির মতো স্যাটেলাইট সংযুক্ত থাকে।

স্টারলিংক স্যাটেলাইট এর লক্ষ্য ও কাজ

স্টারলিংক স্যাটেলাইটের লক্ষ্য হল বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে উচ্চ-গতির ইন্টারনেট অ্যাক্সেস আনা যেখানে ঐতিহ্যগত ইন্টারনেট অবকাঠামো সম্ভব নয়। NASA Spaceflight অনুযায়ী, বেসরকারি মহাকাশযান কোম্পানি SpaceX এর তৈরি করা মেগাকনস্টেলেশন কক্ষপথে প্রায় ৪২,০০০টি উপগ্রহ হতে পারে। ৩১ মে ২০২৩ পর্যন্ত, কক্ষপথে ৪,১৯৮টি Starlink স্যাটেলাইট রয়েছে, যার মধ্যে ৩,৫৪২টি চালু রয়েছে। এই বিপুল সংখ্যক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট জগতে বিপ্লব নিয়ে আসাই স্টারলিংক প্রযুক্তির উদ্যেশ্য।

বিশ্বের প্রায় ৫০ শতাংশ জায়গা জুড়ে ইন্টারনেট এক্সেস নেই৷ সেসব প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত কম খরচে ইন্টারনেট পৌছে দেবে এই প্রযুক্তি। আমরা যেমন ঘরে বসে তারহীন প্রযুক্তির ওয়াই-ফাই ব্যবহার করে নেটওয়ার্ক রেঞ্জ এর মধ্যে ঘরের যে কোন স্থানে ইন্টারনেট এক্সেস পাই, তেমনি এসকল স্যাটেলাইট পৃথিবীর যে কোন স্থানে এমন তারহীন ইন্টারনেট এক্সেস প্রদান করবে। ফলে খুব সহজেই এবং অতি অল্প মূল্যে মানুষ ইন্টারনেট ব্যবহার করতে হবে।

তবে সরবরাহকৃত এই ইন্টারনেট হবে অত্যন্ত উচ্চগতি সম্পন্ন এবং লো লেটেন্সির। অর্থাৎ, প্রচন্ড গতির সাথে সাথে এই ইন্টারনেট প্রযুক্তিতে ইন্টারনেট চালনার সময় সার্ভার-কানেক্টে বিলম্ব করে না।