২০২১ সালের এসএসসি পরীক্ষা হবে স্বাস্থ্যবিধি মেনে


এডু ডেইলি ২৪ প্রকাশ: জুন ৭, ২০২১, ৫:১০ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:১০ অপরাহ্ন /
২০২১ সালের এসএসসি পরীক্ষা হবে স্বাস্থ্যবিধি মেনে

করোনা পরিস্থিতিতে ২০২১ সালের এসএসসি পরীক্ষা হবে স্বাস্থ্যবিধি মেনে। আজ (৭ জুন) বোর্ড থেকে এসএসসি পরীক্ষার নতুন কেন্দ্র স্থাপন ও কেন্দ্র পরিবর্তনের আবেদন আহ্বান করে জারি করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

ইতোমধ্যে এসএসসি পরীক্ষা নেয়ার প্রস্তুতি শুরু হয়েছে। এজন্য পরীক্ষার নতুন কেন্দ্র স্থাপন ও কেন্দ্র পরিবর্তনের আবেদন গ্রহণ শুরু করেছে ঢাকা বোর্ড।২০২১ সালের এসএসসি পরীক্ষার জন্য তালিকাভুক্ত সব কেন্দ্রকে কোভিড স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে বলে জানিয়েছে বোর্ড।

বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে কয়েকমাস আগেই।

এই সিলেবাস প্রকাশের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর ৮৪ দিন ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়া হবে।

Rate this post