২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে

২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। ১৮ নভেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ২০২২ সালের এইচএসসি ও এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে। সেই সিলেবাসও তাদের (শিক্ষার্থী) দিয়ে দেওয়া হয়েছে। কারণ তারাও এ বছর সরাসরি শ্রেণিকক্ষে বেশিরভাগ সময় ক্লাস করতে পারেনি।

তিনি বলেন, ফেব্রুয়ারি ও এপ্রিলে (২০২২) পরীক্ষা নেওয়ার সুযোগ কিছুটা কম। সেক্ষেত্রে কিছুটা পেছাবে। কতটা পেছাবে, এটা এ মুহূর্তে বলা খুব জটিল। কারণ সারা বিশ্বে করোনা আবার বাড়ছে। আমাদের এখানে পরপর দুবছরই কিন্তু মার্চ মাসের দিকে করোনা বেড়েছিল।

শিক্ষামন্ত্রী আরো বলেন, আগামী মার্চ-এপ্রিলে (২০২২) কী অবস্থা হবে, তা আমরা বলতে পারছি না। সেজন্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরীক্ষার সময়সূচি নির্ধারণ করব।

২০২২ সালে সব বিষয়ে পরীক্ষা হবে কি না, জানতে চাইলে শিক্ষামন্ত্রী জানান, কতদিন আমরা তাদের ক্লাস করাতে পারব, সেটির ওপর নির্ভর করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

চলতি বছরের (২০২১) এইচএসসি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে বিকেলে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির বৈঠক হয় সচিবালয়ে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী।

বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ অংশ নেন।