৩৯তম বিসিএসের ২০০০ সহকারী সার্জনের স্বাস্থ্য পরীক্ষা ১৬ জানুয়ারি থেকে
৩৯তম বিসিএসের (বিশেষ) ২০০০ সহকারী সার্জনের স্বাস্থ্য পরীক্ষা ১৬ জানুয়ারি ২০২১ তারিখ থেকে শুরু হবে। স্বাস্থ্য পরীক্ষা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে আটটায় শুরু হবে স্বাস্থ্য পরীক্ষা।
বাংলাদেশ সিভিল সার্ভিসের (স্বাস্থ্য) ক্যাডারে সাময়িকভাবে সুপারিশ করা ২০০০ সহকারী সার্জন পদে মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য পরীক্ষা হবে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে।
>> ৩৯তম বিসিএসের ২০০০ সহকারী সার্জনের স্বাস্থ্য পরীক্ষার সূচি ও বিজ্ঞপ্তি পাওয়া যাবে এই লিংকে : http://ekalerkantho.com/image/find/2021/2021-01-01/ad_2021-01-01_12_14_b/257px/170px/606px/928px
উল্লেখ্য, ৩৯তম বিসিএসের (বিশেষ) প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ৩ আগস্ট ২০১৮ তারিখে। এ পরীক্ষায় প্রায় ৩৭,৫৮৩ জন প্রার্থী অংশ নেন। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ৬ সেপ্টেম্বর ২০১৮। এরপর মৌখিক পরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে ৭ মার্চ ২০২০। সবশেষে চূড়ান্ত ফলাফলের মাধ্যমে ২০০০ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন।