৪৪ তম বিসিএস সার্কুলার – পদ ১৭১০, প্রিলি ২৭ মে ২০২২


এডু ডেইলি ২৪ প্রকাশ: জানুয়ারি ৩০, ২০২২, ১০:০১ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৮ অপরাহ্ন /
৪৪ তম বিসিএস সার্কুলার – পদ  ১৭১০, প্রিলি ২৭ মে ২০২২

৪৪ তম বিসিএস সার্কুলার ২০২১ প্রকাশিত হয়েছে। ৩০ নভেম্বর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩০ ডিসেম্বর ২০২১ সকাল ১০টা থেকে, চলবে ৩১ জানুয়ারি ২০২২ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

৪৪ তম বিসিএস আবেদনের শেষ তারিখ

৪৪ তম বিসিএসের আবেদনের সময় ২ মার্চ ২০২২ তারিখ পর্যন্ত বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

৪৪ তম বিসিএস পরীক্ষার তারিখ

৪৪ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে ২৭ মে ২০২২।

১৯ পৃষ্ঠার ৪৪তম বিসিএস বিজ্ঞপ্তি ডাউনলোডের (PDF) লিংক নিচে দেয়া হয়েছে।

আবেদনের বয়স : সাধারণ প্রার্থীদের (কোটা ব্যতীত) ক্ষেত্রে যাদের বয়স ২০২১ সালের ২ নভেম্বর তারিখে সর্বোচ্চ ৩০ বছর বয়স হবে, অর্থাৎ ১৯৯১ সালের ২ নভেম্বর বা এর পরে যাদে জন্ম তারা (সাধারণ প্রার্থীরা) আবেদন করতে পারবেন।

অ্যাপিয়ার্ড প্রার্থীদের ক্ষেত্রে : যাদের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা ৩১ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে শেষ হবে, তারা অ্যাপিয়ার্ড দিয়ে করতে পারবেন ।

ক্যাডার সংখ্যা

ক) সাধারণ ক্যাডার – ৪৪৯টি।
খ) প্রফেশনাল ক্যাডার/টেকনিক্যাল ক্যাডার – ৪৮৫টি।
গ) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার : ৪০১টি।

মোট পদ বা ক্যাডার সংখ্যা ১,৭১০টি

বিসিএস ক্রম :৪৪ তম বিসিএস
পদ সংখ্যা :১,৭১০টি
সার্কুলার প্রকাশ :৩০ নভেম্বর ২০২১
অনলাইনে আবেদনের লিংক :http://bpsc.teletalk.com.bd
আবেদনের তারিখ :৩০ ডিসেম্বর ২০২১ সকাল ১০টা থেকে
২ মার্চ ২০২২ সন্ধ্যা ৬টা পর্যন্ত
৪৪ তম প্রিলিমিনারি পরীক্ষা ২৭ মে ২০২২

এর আগে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শূন্যপদের চাহিদা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) পাঠানো হয়েছে। এর অল্প কিছু দিনের মধ্যেই ৪৪ তম বিসিএসের সার্কুলার প্রকাশ করা হলো।

নতুন বিসিএস পরীক্ষায় বয়সের কোনো শিথিলতা থাকছে না। করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর সরকারি নিয়োগ কার্যক্রম স্থগিত থাকলেও বয়স সময়সীমার বিষয়ে কোনো শিথিলতা থাকছে না।

৪৪ তম বিসিএসে পদ ১৭১০টি

৪৪ তম বিসিএসের মাধ্যমে ১,৭১০টি পদে ক্যাডার নিয়োগ দেয়া হবে। জনপ্রসাশন মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন ক্যাডারে কত জন নেয়া হবে, সেটি জানা যায়নি।

জনপ্রসাশন মন্ত্রণালয় থেকে ২৫ নভেম্বর গণমাধ্যমকে জানানো হয়েছিল, কয়েক মাস পর্যালোচনার পর আমরা ৪৪তম বিসিএসের কার্যক্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে শেষ করে পিএসসিতে পাঠানো হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় থেকে চাহিদাপত্র নিয়ে কোথায় কত জনকে নিয়োগ দেয়া হবে, তা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরুর জন্য পিএসসিকে বলা হয়েছে।

৪৪ তম বিসিএসে কোন ক্যাডারে কত পদ

ক্রমিকক্যাডার তালিকাশূন্য পদ
01Administration Cadre250
02Foreign Cadre10
03Police Cadre50
04Audit and Accounts Cadre30
05Tax Cadre11
06Custom Cadre14
07Co-operative Cadre19
08Railway Cadre07
09Information Cadre01
10Postal Cadre23
11Family Planning27
12Food Cadre03
13Trade06
14Cooperative08
15Ansar14

৪৪ তম বিসিএস আবেদন ও বয়স সংক্রান্ত তথ্য

44th bcs circular 2021
৪৪তম বিসিএস সার্কুলার ২০২১ – পৃষ্ঠা ১১

৪৪ তম বিসিএস বিজ্ঞপ্তি pdf download

৪৪ তম বিসিএস সার্কুলার pdf ডাউনলোড লিংক : (১৯ পৃষ্ঠা): http://www.bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/e9d10ee8_7f7e_4c59_84ac_b62d5ef19969/44%20BCS%20Advertisement.doc.pdf

৪৪তম বিসিএসের সার্কুলার (১৯ পৃষ্ঠা) ইমেজ ফরমেটে পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের পোস্ট দেখুন এই লিংক থেকে : https://www.facebook.com/EduDailyOfficial/posts/269214775247957

Rate this post