৬ষ্ঠ শ্রেণির সিলেবাস ২০২১ pdf – সব বোর্ড


এডু ডেইলি ২৪ প্রকাশ: নভেম্বর ২৮, ২০২১, ১১:৫০ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৮ অপরাহ্ন /
৬ষ্ঠ শ্রেণির সিলেবাস ২০২১ pdf – সব বোর্ড

৬ষ্ঠ শ্রেণির সিলেবাস ২০২১ ( বার্ষিক পরীক্ষার জন্য ) এখানে তুলে ধরা হলো। ৬ষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষা হবে ৩টি বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে। ৩টি বিষয়ের প্রতিটির পরীক্ষা হবে ৫০ নম্বরে।

২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেয়া হবে।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, পরীক্ষা গ্রহণের পূর্বে যদি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (dshe.gov.bd) আরো কোনো এসাইনমেন্ট ও নতুন নির্দেশনা দেয়, এই খসড়া সিলেবাস ও পূর্ব পর্যন্ত যদি অন্য কোনাে অ্যাসাইনমেন্ট ও নির্দেশনা দেয়, তাহলে সেগুলো এই খসড়া সিলেবাসের (পাঠ্য সূচি) সঙ্গে সমন্বয় করা হবে।

এখানে বিষয়ভিত্তিক পাঠ্যসূচি, প্রশ্নের রূপরেখা ও মানবণ্টন দেয়া হলো।

৬ষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষার মানবণ্টন ২০২১

বিষয় ও পত্রলিখিতএমসিকিউপরীক্ষায় মোট নম্বরএসাইনমেন্টবৃক্ষ পরিচর্যামোট নম্বর
বাংলা ১ম ও ২য় পত্র৩৫১৫৫০৪০১০১০০
ইংরেজি ১ম ও ২য় পত্র২০+২০+১০৫০৪০১০১০০
গণিত৩৫১৫৫০৪০১০১০০

৬ষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষার সিলেবাস ২০২১ – Class 6 annual exam syllabus 2020

Class 6 syllabus 2021
Class 6 annual exam syllabus 2021

যেসব নির্দেশনা মেনে পরীক্ষা হবে

১. বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে পরীক্ষা নিতে হবে;
২. পরীক্ষার প্রশ্নপত্রের মান হবে ৫০ নম্বরের;
৩. প্রতিটি বিষয়ের পরীক্ষার সময় হবে ১ ঘণ্টা ৩০ মিনিট;

যে সিলেবাসে পরীক্ষা হবে

যেসব অধ্যায় থেকে এসাইনমেন্ট (বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়) দেয়া হয়েছে, সেসব অধ্যায় এবং ১২ জানুয়ারি ২০২১ থেকে শ্রেণিকক্ষে যেসব অধ্যায়ের ওপর পাঠদান করা হয়েছে, সেগুলোই ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সিলেবাস।

বার্ষিক পরীক্ষার নম্বর বিন্যাস হবে যেভাবে

(ক) বাংলা (১ম ও ২য় পত্র) বিষয়ের নম্বর হবে ৫০ নম্বরের (লিখিত ৩৫ + এমসিকিউ ১৫);
(খ) ইংরেজি (১ম ও ২য় পত্র) বিষয়ের নম্বর হবে ৫০ নম্বরের (১ম পত্র ৩০ + ২য় পত্র ২০);
(গ) সাধারণ গণিত বিষয়ের নম্বর হবে ৫০ নম্বরের (লিখিত ৩৫ + এমসিকিউ১৫);
(ঘ) প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার নম্বরের সঙ্গে চলমান সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের ওপর ৪০ নম্বর যোগ করতে হবে।

(ঙ) বার্ষিক পরীক্ষায় ৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর আরও ১০ নম্বর যোগ করতে হবে। উল্লেখ্য, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার সঙ্গে বৃক্ষরোপণ প্রকল্পে তাদের কর্মতৎপরতা যুক্ত করে এই ১০ নম্বর যোগ করতে হবে।
(চ) অর্থাৎ মোট ১০০ নম্বরের (৫০+৪০+১০) ওপর প্রত্যেক শিক্ষার্থীকে মূল্যায়নপূর্বক বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরি করে শিক্ষার্থীদের প্রগ্রেসিভ রিপোর্ট প্রদান করতে হবে।

☑  Class 6 to 10 Syllabus 2021 PDF download link : https://www.jessoreboard.gov.bd/uploads/notice/05_20211019131617_350.pdf

Rate this post