ইবি : ১৩ দিনের শীতকালীন ছুটি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আজ (বুধবার) থেকে শুরু হয়েছে ১৩ দিনের শীতকালীন ছুটি। ছুটি চলবে ৭ জানুয়ারী ২০১৪ তারিখ পর্যন্ত।
ইবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শীতকালীন ছুটি ও আখিরী চাহার সোম্বা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিস ও ক্লাসসমূহ ২৫ ডিসেম্বর হতে ৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।
ছুটিকালীন সময়ে আবাসিক হলগুলোও বন্ধ থাকবে। আবাসিক হল খুলে দেওয়া হবে ৭ জানুয়ারি। অফিস ও ক্লাস কার্যক্রম শুরু হবে ৮ জানুয়ারি থেকে।