জাতীয় বিশ্ববিদ্যালয় : ভর্তি পরীক্ষার সিটপ্ল্যান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর (শুক্রবার) বেলা ১১টায়। এ পরীক্ষার সিটপ্ল্যান জানা যাবে এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে।
http://www.nu.edu.bd/admissions লিংকে গিয়ে ভর্তি পরীক্ষার রোল নাম্বার প্রবেশ করালে সিটপ্ল্যান ও কেন্দ্র সম্পর্কে তথ্য জানা যাবে।
এছাড়া মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে সিটপ্ল্যান জানতে NU <স্পেস > SEAT <স্পেস > CollegeCode <স্পেস > ExamRoll টাইপ করে পাঠিয়ে দিন 16222 নম্বরে।
Example: NU SEAT 6410 70042 Send to 16222
কলেজ কোড পাওয়া যাবে প্রবেশপত্রে।