সব বোর্ডের এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২২ (২০২৩) pdf [HSC board challenge result 2023]
সব শিক্ষা বোর্ডের এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২২ [HSC board challenge result 2023] প্রকাশিত হয়েছে। সাধারণত আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার ১ মাসের মধ্যে এই ফলাফল প্রকাশ করে স্ব স্ব বোর্ড কর্তৃপক্ষ। ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মধ্যে যারা আশানুরূপ ফলাফল পায়নি, অর্থাৎ যারা কাঙ্ক্ষিত জিপিএ/পয়েন্ট পায়নি বা ফেল করেছে, তাদের জন্য উত্তরপত্র / ফলাফল পুনঃনিরীক্ষণ করার সুযোগ পেয়েছে।
২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীরা ৯ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ বা ফলাফল পুন:নিরীক্ষণ আবেদনের সুযোগ পেয়েছিল। আর বোর্ড চ্যালেঞ্জ ফলাফল প্রকাশ হয়োছে ১০ মার্চ ২০২৩ তারিখে।
উল্লেখ্য, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৩। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার উচ্চমাধ্যমিক পর্যায়ের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের এই তারিখের ব্যাপারে গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২২ pdf download – HSC board challenge result 2023
- Dhaka board HSC board challenge result 2022 pdf download link : https://dhakaeducationboard.gov.bd/data/20230310110104127114.pdf
- Comilla board board challenge result 2022 pdf download link : https://comillaboard.portal.gov.bd/sites/default/files/files/comillaboard.portal.gov.bd/notices/82475023_a404_4b38_af4c_1a87be8b7e0a/rsc%20hsc22.pdf
- Sylhet board HSC board challenge result 2022 pdf download link : https://sylhetboard.gov.bd/public/attachment/2023/3/HSC-2022_Rescrutiny.pdf
- Chittagong board HSC board challenge result 2022 pdf download link : https://web.bise-ctg.gov.bd/asset/uploads/notice/1678425544_rescu_result.pdf
- Jessore board HSC board challenge result 2022 pdf download link : https://www.jessoreboard.gov.bd/uploads/notice/06_20230310080813_266.pdf
- Rajshahi board HSC board challenge result 2022 pdf download link : http://www.rajshahieducationboard.gov.bd/sites/default/files/files/rajshahieducationboard.portal.gov.bd/notices/bce0f779_fb0c_43e4_9285_626013045f72/%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%A8%20%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%AA%E0%A7%81%E0%A6%A8%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%AB%E0%A6%B2%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6.pdf
- Dinajpur board HSC board challenge result 2022 pdf download link : http://dinajpureducationboard.gov.bd/sites/default/files/files/dinajpureducationboard.portal.gov.bd/notices/f233c644_5e70_4574_8e14_a677c778c553/HSC%20Rescrutiny%20RESULT%20Notice.pdf
- Madrasha board Alim board challenge result 2022 pdf download link : http://www.bmeb.gov.bd/sites/default/files/files/bmeb.portal.gov.bd/notices/0dc4726a_5df5_434e_b035_593c9679a58c/Result%20(3).pdf
এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদনের তারিখ ও ফি ২০২২
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদনের সময়সীমা ৯ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৩।
- ফলাফল পুনঃনিরীক্ষণের (board challange) আবেদন করতে হবে এসএমএসের মাধ্যমে।
- আবেদন ফি ৩০০ টাকা টেলিটক থেকে sms-এর মাধ্যমে জমা দিতে হবে।
এইচএসসি রেজাল্ট ২০২২ / HSC result 2022
পরীক্ষা : | এইচএসসি ও সমমান ২০২২ |
ফলাফলের তারিখ : | ৮ ফেব্রুয়ারি ২০২৩ |
বোর্ড চ্যালেঞ্জ ফলাফল | ১০ মার্চ ২০২৩ |
পরীক্ষার্থী সংখ্যা : | ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন |
শিক্ষা বোর্ডের ফলাফল ওয়েবসাইট : | http://www.educationboardresults.gov.bd |
এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩ – HSC board challenge 2022 / 2023 – এইচএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ যেভাবে
- HSC board challenge notice 2023 pdf download link : https://dhakaeducationboard.gov.bd/data/20230208173802491036.pdf
এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৩ – HSC board challenge result 2023
এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ হওয়ার পর পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। এই ফলাফলে প্রার্থীর ফলাফল পরিবর্তন হলো কিনা, হলে কত পয়েন্ট হয়েছে আবেদন করা বিষয়/বিষয়সমূহে, সেটা উল্লেখ থাকে। এছাড়া http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও পূর্ণাঙ্গ ফলাফ দেখতে পারবে শিক্ষার্থীরা।
সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট লিংক
Dhaka Board : | https://dhakaeducationboard.gov.bd |
Comilla Board : | https://comillaboard.portal.gov.bd |
Barisal Board : | https://barisalboard.portal.gov.bd |
Sylhet Board : | https://sylhetboard.gov.bd |
Chittagong Board : | https://web.bise-ctg.gov.bd/bisectg |
Jessore Board : | https://www.jessoreboard.gov.bd |
Rajshahi Board : | http://www.rajshahieducationboard.gov.bd |
Dinajpur Board : | http://dinajpureducationboard.gov.bd |
Madrasa Board : | http://www.bmeb.gov.bd |
Bangladesh technical education board (BTEB) : | http://www.bteb.gov.bd |
এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম
এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে ওয়েবসাইট (http://www.educationboardresults.gov.bd) ও এসএমএস-এর মাধ্যমে।
২০২১ সালে এইচএসসিতে ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ পরীক্ষার্থী অংশ নিয়েছিল। ২০২২ সালে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষায় অংশ নিয়েছে। ২০২২ সালে ২টি শিক্ষাপ্রতিষ্ঠান কমলেও পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বেড়ে ২৮টি হয়। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে প্রায় ২ লাখ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় কম অংশ নিয়েছে।
এর কারণ হিসেবে শিক্ষামন্ত্রী জানান, করোনা পরিস্থিতির কারণে ক্লাসের পাঠদান বন্ধ থাকায় পেছনের কয়েকটি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হয়েছে। সে কারণে পাসের হার বেড়ে যায় বলে অনিয়মিত শিক্ষার্থীর সংখ্যা কমেছে।
১১টি শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এদের মধ্যে ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন ছাত্র এবং ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন ছাত্রী।
প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও গত বছর করোনা মহামারির কারণে পিছিয়ে যায়। এ বছর করোনার ও বন্যা পরিস্থিতির চরম অবনতির কারণে এসএসসি ও এইচএসসি পরীক্ষা পেছানো হয়। তবে এ বছর ২০২৩ সালের এসএসসি পরীক্ষা হবে পবিত্র ঈদুল ফিতরের পর এপ্রিলের শেষ সপ্তাহে, আর এইচএসসি হবে জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে।
এইচএসসি / ভোকেশনাল / আলিম / বিএম রেজাল্ট দেখার নিয়ম ২০২২
প্রতি বছরের মতো এবারও ফলাফল প্রকাশের দিন থেকে এসএমএস ও ওয়েবসাইটের (http://www.educationboardresults.gov.bd) মাধ্যমে এইচএসসি ও সমমানের ফলাফল জানা যাবে।
এইচএসসি মার্কশিট ডাউনলোড ২০২২ pdf / HSC marksheet download 2022 link / নাম্বারসহ এইচএসসি মার্কশিট ২০২২
নাম্বারসহ এইচএসসি মার্কশিট পাওয়া যাবে এই লিংকে : https://eboardresults.com/v2/home অথবা, http://www.educationboardresults.gov.bd
এসএমএস (sms) এর মাধ্যমে এইচএসসির রেজাল্ট বের করার নিয়ম
রেজাল্ট প্রকাশের সময়ের পর থেকে শিক্ষার্থীরা SMS এর মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট জানতে পারবে [ HSC<space>বোর্ডের প্রথম ৩টি লেটার যেমন DHA <space> Roll <space> Year টাইপ করে পাঠাতে হবে 16222 নম্বরে ] অফিসিয়ালভাবে শিক্ষা বোর্ড রেজাল্ট প্রকাশের পরে তাত্ক্ষণিকভাবে শিক্ষার্থীদেরকে ফলাফল সরবরাহ করা হবে। SMS চার্জ হবে ২.৫৫ টাকা।
মেসেজ ফরমেটের উদাহরণ (ঢাকা বোর্ড হলে) : HSC DHA 123456 2022
এখানে DHA এর জায়গায় শিক্ষার্থী ঢাকা বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ড হলে সে বোর্ডের নামের ১ম ৩ অক্ষর লিখবে, আর 123456 এর জায়গায় রোল নাম্বার লিখবে।
শিক্ষা বোর্ডের জন্য কি-ওয়ার্ড সমূহ:
- ঢাকা – Dha
- বরিশাল – Bar
- চট্টগ্রাম – Chi
- কুমিল্লা – Com
- যশোর – Jes
- রাজশাহী – Raj
- সিলেট – Syl
- দিনাজপুর – Din
- ময়মনসিংহ – Mym
- মাদরাসা – Mad
- টেকনিক্যাল – Tec
এইচএসসি<>বোর্ড<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে | সাধারণ শিক্ষা বোর্ডের জন্য |
এইচএসসি<>MAD<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে | মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য |
এইচএসসি<>TEC<>রোল<> সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে | টেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য |
মাদ্রাসা বোর্ডের আলিম রেজাল্ট ২০২২
মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
কারিগরি বোর্ডের এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স রেজাল্ট ২০২১
কারিগরি শিক্ষা বোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
Hsc result 2022 mark sheet with number [Video]
এইচএসসির রেজাল্ট বা ফলাফল নিয়ে পরীক্ষার্থীদের সচরাচর প্রশ্নের উত্তর :
প্রশ্ন: আমি আমার রেজাল্টের বিস্তারিত কিভাবে জানতে পারব? অথবা, রেজাল্ট ঘোষণা হওয়ার পর আমি কিভাবে আমার রেজাল্ট জানতে পারব?
উত্তর: সাধারণ রেজাল্ট দেখার প্রক্রিয়ার মতই। ফিরতি SMS এ আপনি আপনার সম্পূর্ণ রেজাল্ট জানতে পারবেন।
উদাহরণ: ঢাকা বোর্ডের জন্য: HSC<space>dha<space>Roll<space>2022 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
এইচএসসি রেজাল্ট SMS ফরমেট
- > সাধারণ শিক্ষা বোর্ড:
- HSC<>বোর্ড<>রোল<>সাল এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
- উদাহরণ: HSC DHA 123456 2022 টাইপ করে SMS পাঠিয়ে দিন 16222 নম্বরে
- > মাদ্রাসা বোর্ড:
- HSC<>MAD<>ROLL<>YEAR এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
- > টেকনিক্যাল বোর্ড:
- HSC<>TEC<>ROLL<>YEAR এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
প্রশ্ন: Push/Pull সার্ভিসের জন্য চার্জ কত লাগবে?
উত্তর: ২.৫৫/SMS (সকল চার্জ)
প্রশ্ন: আমি যদি ভুল রোল নম্বর দেই তবে কি আমাকে চার্জ দিতে হবে?
উত্তর: হ্যাঁ। প্রত্যেকবার রিকোয়েস্টের জন্য চার্জ দিতে হবে।
প্রশ্ন: এই সার্ভিসটির মাধ্যমে আমি কতবার রেজাল্ট নিতে পারি?
উত্তর: আপনি যতবার চান।
প্রশ্ন: আমি কখন রেজাল্টের বিস্তারিত (গ্রেড) জানতে পারব?
উত্তর: সাধারণত মূল রেজাল্ট প্রকাশের ২৪-৪৮ ঘণ্টা পর এটি প্রকাশ হয়।
প্রশ্ন: ডিটেইল রেজাল্ট রিকোয়েস্টের জন্য চার্জ কত লাগবে?
উত্তর: ২.৫৫/SMS (সকল চার্জ)
প্রশ্ন: রেজাল্ট সঠিক কি না আমি কিভাবে নিশ্চিত হতে পারি?
উত্তর: বাংলাদেশ শিক্ষা বোর্ড রেজাল্ট সরবরাহ করে এবং টেলিটক এই তথ্য সরবরাহের জন্য দায়বদ্ধ।
প্রশ্ন: প্রতিটি বোর্ড নামের কি-ওয়ার্ড কি?
উত্তর: বোর্ডের জন্য কি-ওয়ার্ড: ঢাকা-Dha, বরিশাল-Bar, চট্টগ্রাম-Chi, কুমিল্লা-Com, যশোর-Jes, রাজশাহী-Raj, সিলেট-Syl, দিনাজপুর–Din, ময়মনসিংহ–Mym, মাদ্রাসা–Mad, টেকনিক্যাল-Tec
(শিক্ষা বোর্ড যেকোনো সময় তারিখ পরিবর্তন বা স্থগিতের অধিকার সংরক্ষণ করে)
ওয়েবসাইটে এইচএসসি ফলাফল বা রেজাল্ট জানা যাবে শিক্ষা বোর্ডের এই সাইট থেকে : www.educationboardresults.gov.bd
এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২২ কবে দিবে
২০২২ সালের এইচএসসি রেজাল্ট সাধারণত আবেদনের ১ মাসের মধ্যে প্রকাশ করা হয়। এই হিসেবে ১৫ মার্চ ২০২৩ তারিখের মধ্যে HSC পুন:নিরীক্ষণ ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এইচএসসি মার্কশিট কিভাবে ডাউনলোড করবো?
www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে HSC result marksheet download করা যাবে। Youtube-এ https://www.youtube.com/shorts/dFak-QJJh3o ভিডিওতে স্বচিত্র নিয়ম দেখিয়ে দেওয়া হয়েছে।
শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।