কলেজে একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট ২০২৩ (৪র্থ ধাপ)
কলেজে একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট ২০২৩ (৪র্থ ধাপ) ১২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ রাত ৮টায় প্রকাশিত হবে। উল্লেখ্য, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কোনো কলেজ না পাওয়া শিক্ষার্থীরা ইতোপূর্বে চতুর্থ ধাপে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল। কলেজে ভর্তির এই ফলাফল পাওয়া যাবে একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় এই ওয়েবসাইটে : http://xiclassadmission.gov.bd।
কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩
শিক্ষা প্রতিষ্ঠান | উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজ |
শিক্ষাবর্ষ | ২০২২-২০২৩ |
১ম মেধাতালিকা প্রকাশ | ৩১ ডিসেম্বর ২০২২ |
১ম মেধাতালিকার ভর্তি নিশ্চায়ন তারিখ | ০১/০১/২০২৩ থেকে ০৮/০১/২০২২ |
২য় মেধাতালিকা প্রকাশের তারিখ | ১২ জানুয়ারি ২০২৩ |
২য় মেধাতালিকার ভর্তি নিশ্চায়ন তারিখ | ১৩/০১/২০২৩ থেকে ১৪/০১/২০২৩ |
৪র্থ মেধাতালিকা প্রকাশের তারিখ | ১২ ফেব্রুয়ারি ২০২৩ |
২য় মাইগ্রেশনের রেজাল্ট ২০২৩ প্রকাশের তারিখ | ১৮ জানুয়ারি ২০২৩ |
৪র্থ মেধাতালিকায় উত্তীর্ণদের ভর্তি নিশ্চায়ন তারিখ | ১৩/০২/২০২৩ থেকে ১৫/০২/২০২৩ |
ভর্তির তারিখ | ২২/০১/২০২৩ থেকে ২৬/০১/২০২৩ |
একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ | ০১/০২/২০২৩ |
কলেজ ভর্তি রেজাল্ট দেখার ওয়েবসাইট | xiclassadmission.gov.bd |
১ম মেধাতালিকার ফলাফল দেখার সরাসরি লিংক | 2nd list > Click |
২য় মেধাতালিকার ফলাফল দেখার সরাসরি লিংক | 3rd list > Click |
৪র্থ মেধাতালিকার ফলাফল দেখার সরাসরি লিংক | 4th list > Click |
একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট ২০২৩ (৪র্থ ধাপ) যেভাবে দেখা যাবে
http://xiclassadmission.gov.bd এ ওয়েবসাইটে প্রবেশ কর ‘ভিউ রেজাল্ট’ বাটনে ক্লিক করতে হবে। এরপর নির্ধারিত স্থানে ভর্তিচ্ছুরা রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড ও পাসের বছর ওয়েবসাইটে ইনপুট দিয়ে ওয়েবপাতায় উল্লেখিত ভেরিফিকেশন কোডটি ইনপুট দিতে হবে। এরপর নীল বর্ণের ‘ভিউ রেজাল্ট’ বাটনে ক্লিক করলেই শিক্ষার্থীর ফল প্রদর্শন করা হবে।
- http://xiclassadmission.gov.bd লিংকে ক্লিক করুন
- Result অপশনে ক্লিক করুন
- এসএসসি-এর Roll লিখুন
- এসএসসি Board সিলেক্ট করুন
- এসএসসি পাশের Year সিলেক্ট করুন
- এসএসসি Registration নাম্বার লিখুন
- ভেরিফিকেশন নাম্বার (captcha code) প্রদশির্ত হলে সেটি লিখুন
- View Result বাটনে ক্লিক করুন
৪র্থ ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন ও ভর্তির তারিখ ২০২৩
৪র্থ ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থী সিলেকশন নিশ্চায়ন ও কলেজে ভর্তির সুযোগ পাবে।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে কলেজে একাদশে ভর্তিতে ৩টি ধাপে আবেদন গ্রহণ করার পরও অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত কলেজ পাননি। আবেদন করেও সাড়ে ২২ হাজার শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তির সুযোগ পাননি। এদের মধ্যে ২ হাজার ৮৪২ জন জিপিএ-৫ পেয়েছিলেন। আর এসএসসি ও সমমান উত্তীর্ণ ৪ লাখ শিক্ষার্থী একাদশে ভর্তির আবেদন করেননি।
ভর্তির জন্য নির্বাচিত হয়েও নিশ্চায়ন করেননি সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী। অপরদিকে সারাদেশের কলেজ ও মাদরাসাগুলোতে একাদশ শ্রেণির ১২ লাখ ৫৩ হাজার আসন ফাঁকা থাকছে। এমন পরিস্থিতিতে কলেজ না পাওয়া ও ভর্তির আবেদন না করা শিক্ষার্থীদের চতুর্থ ধাপে আবেদন করার সুযোগ দেয়া হয়েছিলো।