মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Rate this post

২০১৯-২০ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ (১৫ অক্টোবর ২০১৯, মঙ্গলবার) বিকালে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন স্বাস্থ্য অধিদপ্তেরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ।

রাত ৮টার পর স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dghs.gov.bd) এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল পাওয়া যাবে।

এ বছর (২০১৯) ৪৯,৪১৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় পাশ করেছেন। এর মধ্যে ছেলে ২২,৮৮২ (৪৬.৩১ শতাংশ), মেয়ে ২৬,৫৩১ (৫৩.৬৯ শতাংশ)।

গত ১১ অক্টোবর সারাদেশে একযোগে ১৯টি কেন্দ্রের ৩২টি ভেন্যুতে ২০১৯-২০ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা নতুন পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। আগে ৮ পৃষ্ঠা থাকলেও চলতি বছর মাত্র ২ পাতার প্রশ্ন ও উত্তরপত্রে পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হয়। আর প্রত্যেক শিক্ষার্থীর প্রশ্নপত্র ভিন্ন ভিন্ন ছিল।

এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সরকারি ৪,০৬৮টি ও বেসরকারি ৬,৩৩৬টিসহ ১০,৪০৪টি আসনের বিপরীতে ৭২,৯২৮ ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন। যা গত বছরের (২০১৮) তুলনায় ৭,০০৯ জন বেশি। প্রায় ৩৫০০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.