এসএসসি ও এইচএসসি সিলেবাস কমবে, ক্লাস ৩-৪ মাস

Rate this post

করোনার কারণে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি সিলেবাস সংক্ষিপ্ত করা হবে। সংক্ষিপ্ত সিলেবাসের ওপর ভিত্তি করে বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়ার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ফেব্রুয়ারিতে স্কুল কলেজ খোলা সম্ভব হলে এই সংক্ষিপ্ত সিলেবাসে কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান। যদিও বেশিরভাগ শিক্ষার্থী চলতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা দিতে চাইছে না বলেও জানিয়েছেন তিনি।

ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হলে সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে এসএসসি পরীক্ষার জন্য ৩ মাস ও এইচএসসি পরীক্ষার জন্য ৪ মাস ক্লাস করানো গেলে পরীক্ষা নেয়া সম্ভব হবে।

২৪ জানুয়ারি (রবিবার) জাতীয় সংসদে পরীক্ষা ছাড়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে সংসদে উত্থাপিত বিলের সংশোধনী ও বাছাই কমিটিতে পাঠানোর বিষয়ে কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।

তিনি আরো জানান, ফেব্রুয়ারিতে কিংবা ২ মাস পরে করোনা কোন অবস্থায় থাকবে তা এখনো বলার সুযোগ নেই। তবে যে তথ্য আছে তাতে দেখা যাচ্ছে- দেশে সংক্রমণ নিম্নগতি।

তিনি এও বলেন, ‘আমরা এখন ঠিক করেছি ২০২১ শিক্ষাবর্ষের (পাঠ্যক্রম বা সিলেবাসে) কোথায় কী ঘাটতি রয়েছে। সেটাকে কিভাবে পূরণ করবো। এই শিক্ষাবর্ষে কতদিন (সময়) পেতে পারি সেটার ওপরও অ্যাসেসমেন্ট করছি। পরবর্তী ধাপে যাওয়ার জন্য ন্যূনতম যে দক্ষতাগুলো অর্জন করতে হবে, তা কারিকুলামের মাধ্যমে কতটুকু দিতে পারবো তা বিবেচনায় নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’

শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছরের (২০২১) যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা আছে তারা প্রায় একটি বছর সরাসরি ক্লাসে অংশ গ্রহণ করেনি। অনলাইন কিংবা টেলিভিশনে করেছে। এর একটি অংশ হয়তো একেবারেই বাইরে রয়ে গেছে। এসব কিছু বিবচেনায় নিয়ে আমরা এবারের এসএসসি ও এইচএসসির একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছি। তা সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে।

শতকরা ৭০ ভাগ শিক্ষার্থী স্কুলে যেতে চায় এমন জরিপ রিপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা প্রতিদিন এসএমএস, ইমেইলসহ নানা ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য পাচ্ছি তার ক্ষেত্রে আমরা এর উল্টোটা দেখতে পাচ্ছি। তারা বলেন, আমাদের পরীক্ষা দিতে বলবেন না। তাদের অনেকেই এবারের এসএসসি/এইচএসসি পরীক্ষাও দিতে চায় না। কাজেই এটি নিয়ে নানা রকমের মত আছে। অবশ্যই আমরা শিক্ষাবিদ ও শিক্ষা প্রশাসনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সবাইকে নিয়ে চিন্তাভাবনা করেই অগ্রসর হচ্ছি।’

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.