গণিতের প্রশ্নপত্র সৃজনশীল হচ্ছে

আগামীতে গণিত পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চালু করবে সরকার। আজ (২৭ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০১৪ সালের জেএসসি ও জেডিসিতে গণিত প্রশ্নপত্র সৃজনশীল পদ্ধতিতে হবে। আগামীতে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের গণিত পরীক্ষাও সৃজনশীল প্রশ্ন পদ্ধতি অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়।
নতুন পদ্ধতিতে ৬০ নম্বরের সৃজনশীল (কাঠামো) এবং ৪০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। ২০১৫ সাল থেকে এসএসসি ও দাখিল এবং ২০১৭ সাল থেকে এইচএসসি ও আলিমে গণিত পরীক্ষায় এ পদ্ধতি চালু হবে।