মাদ্রাসার দাখিল পরীক্ষার রুটিন ২০২২ (নতুন) pdf

মাদ্রাসার দাখিল পরীক্ষার রুটিন ২০২২ (নতুন) প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। ৮ আগস্ট ২০২২ তারিখে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই রুটিন প্রকাশিত হয়েছে। সারা দেশে একযোগে দাখিল পরীক্ষা শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২২ থেকে। তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হবে ৩ অক্টোবর ২০২২ তারিখে।

নতুন সূচি অনুযায়ী-

  • ১৫ সেপ্টেম্বর কুরআন মাজিদ ও তাজভিদ,
  • ১৭ সেপ্টেম্বর গণিত,
  • ১৮ সেপ্টেম্বর হাদিস শরিফ,
  • ১৯ সেপ্টেম্বর আকাইদ ও ফিকহ্,
  • ২০ সেপ্টেম্বর বাংলা প্রথম পত্র,
  • ২২ সেপ্টেম্বর বাংলা দ্বিতীয় পত্র,
  • ২৪ সেপ্টেম্বর ইংরেজি প্রথম পত্র,
  • ২৫ সেপ্টেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র,
  • ২৬ সেপ্টেম্বর পৌরনীতি ও নাগরিকতা, কৃষিশিক্ষা (তত্ত্বীয়), গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), মানতিক, উর্দু, ফার্সি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • ২৮ সেপ্টেম্বর ইসলামের ইতিহাস ও পদার্থবিজ্ঞান,
  • ২৯ সেপ্টেম্বর জীববিজ্ঞান,
  • ১ অক্টোবর তাজভিদ নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ) এবং তাজভিদ (হিফজুল কুরআন গ্রুপ) এবং
  • ৩ অক্টোবর উচ্চতর গণিত পরীক্ষা হবে।

২ ঘণ্টার পরীক্ষায় প্রতিটি বিষয়ে নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য ২০ মিনিট এবং রচনামূলক প্রশ্নের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় থাকবে।

দাখিলের প্রতি দিনের পরীক্ষা শুরু হবে সকাল ১১টা, চলবে দুপুর ১টা পর্যন্ত। মোট ২ ঘন্টার এই পরীক্ষায় নৈর্ব্যক্তিক ও সৃজনশীল পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

দাখিল পরীক্ষা ২০২২

পরীক্ষা : দাখিল পরীক্ষা ২০২২
বোর্ড :মাদ্রাসা শিক্ষা বোর্ড
পরীক্ষা শুরু :১৫ সেপ্টেম্বর ২০২২
পরীক্ষার সময়কাল :২ ঘণ্টা
ব্যবহারিক পরীক্ষা :২-১০ অক্টোবর ২০২২

মাদ্রাসা বোর্ড কর্তৃক দাখিল পরীক্ষার বিশেষ নির্দেশনা

মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্য ১৩টি বিশেষ নির্দেশনা দিয়েছে। পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা মেনে চলতে হবে।

  • ১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
  • ২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষণ গ্রহণ করতে হবে । সকল বিষয়ের পরীক্ষার সময় হবে ২ ঘন্টা । সৃজনশীল বিষয়ের ক্ষেত্রে MCQ বিষয়ের জন্য ২০ মিনিট, CQ এর জন্য ১ ঘন্টা ৪০ মিনিট সময় বরাদ্দ থাকবে ।
  • ৩. প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না।

  • ৪. পরীক্ষার্থীদের তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করতে হবে।
  • ৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা (১৪২) এবং ক্যারিয়ার শিক্ষা (১৪৫) বিষয় দুটি এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়ণের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে।

  • ৬. পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
  • ৭. পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

  • ৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবলমাত্র রেজিস্ট্রেশন কার্ডে বর্ণিত বিষয়/বিষয় সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে । কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
  • ৯. পরীক্ষার্থীরা পরীক্ষায় নন-প্রোগ্রামেবল” সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
  • ১০. কেন্দ্রসচিব ব্যতীত অন্য কেহ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবেন না। কেন্দ্র সচিব যোগাযোগের স্বার্থে সাধারণ (নন-এন্ড্রয়েড) মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

  • ১১. সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে।
  • ১২. ব্যবহারিক পরীক্ষা স্ব-স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে কেন্দ্রস্থিত মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ না থাকলে বিজ্ঞান বিভাগ আছে এমন মাদ্রাসায় ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • ১৩. পরীক্ষার ফল প্রকাশের ০৭ (সাত) দিনের মধ্যে পুন:নিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে।

মাদ্রাসার দাখিল পরীক্ষার সময়সূচি ও নির্দেশনাবলী সম্পর্কে আর জানুন মাদ্রাসা বোর্ডের প্রকাশিত রুটিন থেকে।

Dakhil exam routine 2022 new

dakhil exam routine 2022 new

Madrasa education board new dakhil exam routine 2022 pdf download link : http://www.bmeb.gov.bd/sites/default/files/files/bmeb.portal.gov.bd/notices/ef35ecf2_718e_4f54_b3bc_55169dbaa0c4/Dakhil%20Routine-2022.pdf

শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24
Edu Daily 24

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.