শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি কমলো
সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল ও কলেজে রমজানের ছুটি ১৭ দিন কমানো হয়েছে। হরতালের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পাঠদান কার্যক্রম ব্যহত হওয়ায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় ২০১৩ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি সংশোধন করে ছুটি পুনর্নির্ধারণ করেছে। সংশোধন অনুযায়ী ২৭ জুলাই থেকে ১২ আগস্ট পযর্ন্ত ছুটি নিধারণ করা হয়েছে। এর আগের শিক্ষাপঞ্জি অনুযায়ী রোজা, জুমাতুল বিদা, শব-ই-কদর ও ঈদুল ফিতরের ছুটি ২৮ দিন (১১ জুলাই থেকে ১২ আগস্ট পযর্ন্ত) নির্ধারিত ছিল।