সরকারি হলো এমপিওভুক্ত ২২ হাজার ৯২৫টি বিদ্যালয়
দেশের ২২ হাজার ৯২৫টি এমপিওভুক্ত নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে আনুষ্ঠানিকভাবে সরকারি করা হলো। বুধবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন।
তিনি জানান, এসব বিদ্যালয়ে প্রায় ৯০ হাজার শিক্ষককে সরকারীকরণের কাজ আগামী দেড় মাসের মধ্যে শেষ করা হবে। এর পরবর্তী ধাপে দুই হাজার ২৫২টি এমপিও-বহির্ভূত বিদ্যালয় সরকারীকরণ করা হবে। এরপর নিবন্ধনের জন্য অপেক্ষাধীন ৯৬০টি বিদ্যালয় সরকারীকরণ করা হবে।
উল্লেখ্য, এ বছরের জানুয়ারিতে শিক্ষক সমাবেশে দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারীকরণ করার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী।