সরকারি চাকরির শূন্য পদ ৩ লাখ ৫৮ হাজার

Rate this post

বর্তমানে সরকারি চাকরির শূন্য পদ ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি। এসব পদে নিয়োগের লক্ষ্যে বড় বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি চলতি বছর প্রকাশের সম্ভাবনা রয়েছে। এছাড়া লক্ষাধিক পদে এনটিআরসিএ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আবেদনের প্রক্রিয়া চলতি জানুয়ারি মাসে চলমান রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত সর্বশেষ বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীর পরিসংখ্যান অনুসারে, সরকারি চাকরিতে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি পদ খালি রয়েছে। এর মধ্যে ১ লাখের বেশি পদ খালি পড়ে আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়-এ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীর পরিসংখ্যান অনুসারে, সরকারি মোট পদের সংখ্যা ১৯ লাখ ১৩ হাজার ৫২। কর্মরত আছেন ১৫ লাখ ৫৪ হাজার ৯২৭ জন। শূন্য পদ ৩ লাখ ৫৮ হাজার ১২৫। প্রথম শ্রেণির পদ খালি আছে ৪৩ হাজার ৩৩৬। সবচেয়ে বেশি শূন্য পদ তৃতীয় শ্রেণির। এতে ১ লাখ ৫১ হাজার ৫৪৮টি পদ খালি। এরপর পদ খালি রয়েছে চতুর্থ শ্রেণিতে। এখানে ১ লাখ ২২ হাজার ৬৮০টি পদ খালি। দ্বিতীয় শ্রেণিতে শূন্য পদের সংখ্যা ৪০ হাজার ৫৬১।

কোন মন্ত্রণালয়ে কতগুলো পদ

  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থায় শূন্য পদের সংখ্যা ৭৪ হাজার ৫৭৪টি।
  • দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ হাজার ৭৯০টি পদ খালি আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে।
  • অর্থ মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থায় শূন্য পদ রয়েছে ২৬ হাজার ১৭৪টি
  • রেল মন্ত্রণালয়ে শূন্য পদ ১৫ হাজার ১১৩
  • কৃষি মন্ত্রণালয়ে ৯ হাজার ৭৯৬
  • প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ৬ হাজার ২৭৪
  • সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে ৫৮৭
  • দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ৫৮৫
  • শিক্ষা মন্ত্রণালয়ে ৮ হাজার ৫৮৯
  • খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৯৮
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ২০ হাজার ৩৮৯
  • গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে ২ হাজার ২টি
  • টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে ৯ হাজার ১৩২টি খালি রয়েছে।
  • বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে (বিসিক) প্রায় ৬০০টি

৪৬ তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি নভেম্বরে

সরকারি কর্ম কমিশন (পিএসসি) এখন থেকে প্রতিবছর নভেম্বরে বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। গত ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের নভেম্বরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি (৪৬তম বিসিএস) আসবে। এ ছাড়া পিএসসির মাধ্যমে থাকবে নন-ক্যাডারে বিভিন্ন পদে নিয়োগ।

নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ শিগগিরই

শূন্য পদগুলোর সংখ্যার দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ পদ সংখ্যা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে, ৪৪ হাজার ৭৯০টি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে খুব শিগগির নতুন আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, যেসব মন্ত্রণালয় ও অধিদপ্তরে শূন্য পদ রয়েছে, সেগুলোতে নিয়োগের অগ্রগতির বিষয়ে জানতে চাওয়া হয়েছে। শূন্য পদের কারণে প্রশাসন কার্যক্রম ব্যাহত হয়।

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.