৩১তম বিসিএসের মৌখিক পরীক্ষা ৬ ফেব্রুয়ারি থেকে

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৩১তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শরু হবে ৬ ফেব্রুয়ারি থেকে। প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি  ৩১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। পিএসসি কর্তৃপক্ষ জানায়, ৬ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ ক্যাডারে উত্তীর্ণ ১ হাজার ৫৭৩ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। অন্যান্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ পরে জানানো হবে। লিখিত পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে মোট ছয় হাজার ৮৮৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়। বিস্তারিত জানা যাবে পিএসসির ওয়েবে- www.bpsc.gov.bd