বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২১ অক্টোবর ২০২২ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ অক্টোবর ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য জুনিয়র টেইলর কাম আপহোলস্টার, প্রি-প্রেস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র এমটি মেকানিক, জুনিয়র এয়ারকন মেকানিক, জুনিয়র ওয়েল্ডার জিএসই, জুনিয়র পেইন্টার জিএসই, জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই, জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়াল), জুনিয়র ইলেক্ট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল) ও জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল) পদের নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
এই পদগুলোর লিখিত পরীক্ষার তারিখ / সময়সূচি পরবর্তী সময়ে প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ও বিমানের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
যেসব পদের পরীক্ষা স্থগিত
- জুনিয়র টেইলর কাম আপহোলস্টার
- প্রি-প্রেস অ্যাসিস্ট্যান্ট
- জুনিয়র এমটি মেকানিক
- জুনিয়র এয়ারকন মেকানিক
- জুনিয়র ওয়েল্ডার জিএসই
- জুনিয়র পেইন্টার জিএসই
- জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই
- জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়াল)
- জুনিয়র ইলেক্ট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল)
- জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল)