ক্রিকেটার তামিম ইকবাল লাইফ সাপোর্টে, সর্বশেষ অবস্থা

তামিম ইকবাল লাইফ সাপোর্টে, সর্বশেষ অবস্থা
তামিম ইকবাল লাইফ সাপোর্টে, সর্বশেষ অবস্থা
Rate this post

জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল লাইফ সাপোর্টে। মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। সেখানেই অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট থেকে সদ্যই সাবেক হয়ে যাওয়া এই তারকা ক্রিকেটার।

হাসপাতালে তামিম ইকবাল লাইফ সাপোর্টে

প্রাথমিক অবস্থায় তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার নেওয়া হলেও পরিস্থিতি মোটেই অনুকূলে ছিল না। শেষ পর্যন্ত বিকেএসপির পাশেই ফজিলাতুননেসা হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম ইকবাল।

এদিকে, তামিম ইকবালের সবশেষ অবস্থা নিয়ে যোগাযোগ করা হয় ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেলের সঙ্গে। জবাবে গণমাধ্যমকে জানান, বর্তমানে সাভারের ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

প্রসঙ্গত, ডিপিএলের ম্যাচে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। জানা গেছে, টসের পরপরই অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম। টস চলাকালেও বেশ অসুস্থই দেখাচ্ছিল তামিম ইকবালকে।

এদিকে, তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার খবরে আগে থেকে নির্ধারিত বিসিবির বোর্ড মিটিং স্থগিত করা হয়েছে। ঢাকা থেকে ইতোমধ্যে তার ভাই নাফিস ইকবাল এবং স্ত্রী পৌঁছেছেন। মিরপুর থেকে গিয়েছেন বিসিবির পরিচালকরা।

 

তামিম ইকবাল এর সর্বশেষ অবস্থা

  • ১. খুব অল্প সময়ের ব্যবধানে দুটো হার্ট অ্যাটাক হয়েছে। একটা ম্যাসিভ।
  • ২. লাইফ সাপোর্টে আছেন। চেষ্টা করা হচ্ছে এনজিওগ্রাম করে দ্রুত ব্লক/ব্লাড কোট অপসারণ করার। এটা খুব খুব অনিশ্চিত একটা প্রোসেস। বড় হাসপাতাল হলে বেটার হতো।
  • ৩. হেলিকপ্টার প্রায় শুরু থেকে রেডি রাখা হয়েছে। কিন্তু তামিমের শরীর ফ্লাই করার অবস্থায় নেই।
  • ৪. তামিমের পরিবারের সদস্যরা আছেন দেশের সেরা চিকিৎসকরা প্রক্রিয়ার সাথে ইনভলব আছেন।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.