বাংলাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগের জন্য ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামী সোমবার (১৬ জুন) প্রকাশিত হতে পারে। যদিও ওই দিন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তবে আবেদন প্রক্রিয়া শুরু হবে ২২ জুন থেকে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)-এর একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থার এক কর্মকর্তা জানান, “৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির খসড়া প্রস্তুত রয়েছে। কোনো টেকনিক্যাল জটিলতা না থাকলে নির্ধারিত দিনেই এটি প্রকাশ করা হবে।”
৩৫ বছর ঊর্ধ্ব নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন না
যারা ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ, তবে বয়স ৩৫ বছরের বেশি, তারা এই গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন না। এছাড়াও যাদের নিবন্ধন সনদের মেয়াদ তিন বছরের বেশি, তারাও আবেদন করতে পারবেন না।
এ বিষয়ে এনটিআরসিএ-এর সচিব এ এম এম রিজওয়ানুল হক জানান, “বেসরকারি শিক্ষক নিয়োগের নীতিমালায় বয়স সংক্রান্ত বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। তাই এমপিও নীতিমালার বাইরে গিয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ আমাদের নেই।”