১৫তম শিক্ষক নিবন্ধন ভাইভা ১২ নভেম্বর-৩১ ডিসেম্বর
১৫তম শিক্ষক নিবন্ধনের ভাইভা বা মৌখিক পরীক্ষা ১২ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। আজ (৪ নভেম্বর ২০১৯, সোমবার) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ তথ্য জানিয়েছে। ভাইভা সংক্রান্ত বিজ্ঞপ্তি এনটিআরসিএ’র ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি সকল প্রার্থীর মোবাইল ফোনে মৌখিক পরীক্ষার নির্ধারিত দিন উল্লেখ করে এসএমএস পাঠানো হবে।
ভাইভার প্রবেশপত্র পাওয়া যাবে ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে।
ভাইভায় স্কুল ও কলেজ পর্যায়ে ১৩,৩৪৫ জন প্রার্থীর অংশ নেয়ার কথা। এর মধ্যে স্কুল পর্যায়ে ১০,৯৬৮ জন এবং স্কুল-২ (অস্টম শ্রেণি পর্যন্ত) পর্যায়ে ৭৭০ জন এবং কলেজ পর্যায়ে ১,৬০৭ জন প্রার্থী। ১২ থেকে ৩১ ডিসেম্বর-এর মধ্যে সরকারি কার্যদিবসে পর্যায়ক্রমে প্রার্থীদের ভাইভা নেওয়া হবে।
ভাইভা পর্ব শেষ হওয়ার এক মাসের মধ্যে ১৫তম নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে এনটিআরসিএ।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর ২০১৯ তারিখে ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় পাস করেছে ১০.৯৭ শতাংশ প্রার্থী।