বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্সের সাবেক শিক্ষার্থী তানজিয়া আক্তার। তিনি ৪৩তম বিসিএস লাইভস্টক ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁর ভাইভা অভিজ্ঞতা শুনেছেন এম এম মুজাহিদ উদ্দীন
আমি : আসতে পারি স্যার?
চেয়ারম্যান : জি, আসো আসো।
আমি : আসসালামু আলাইকুম।
চেয়ারম্যান : হাছন রাজা, শাহ আব্দুল করিম, রাধা রমন, হেমাঙ্গ বিশ্বাস। তাদের মধ্যে প্রথম দুজনের সম্পর্কে সবাই জানে, তোমাকে আমি পরের দুজন নিয়ে জিজ্ঞেস করব। আচ্ছা বলো তো, রাধা রমনের একটা গান।
আমি : দুঃখিত স্যার।
চেয়ারম্যান : চতুর্থজনের গান বলো।
আমি : স্যার, আমার জানা নেই, আন্তরিকভাবে দুঃখিত, আমি আজকেই জেনে নেব।
চেয়ারম্যান : শাহজালাল যে সিলেটে এসেছেন তখন কি বাধার সম্মুখীন হয়নি?
আমি : জি স্যার, গোবিন্দ রাজা বাধা দেন।
চেয়ারম্যান : ইটপাথর দিয়ে ঢিল ছোড়ে। সিলেট কিভাবে নামকরণ হয়?
আমি : স্যার শ্রীহট্ট থেকে। আসাম থেকে গণভোটের মাধ্যমে… (আমি আমার জেলা সুনামগঞ্জের নামকরণ সম্পর্কে জানি, কিন্তু স্যার সিলেট নিয়ে প্রশ্ন করলেন)।
চেয়ারম্যান : তোমার এলাকার একজন ১০৬ বছর বয়স, রাগ করে দেশ ছেড়েছেন, ভারত সরকার পদ্মভূষণ উপাধি দিয়েছে কয়েক বছর আগে। তাঁর নাম কী?
আমি : দুঃখিত স্যার।
এক্সটার্নাল-২ (ম্যাম) : স্যার, ও কিন্তু প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে।
আমি : ম্যাম, এখন আমি করছি না, ছেড়ে দিয়েছি।
এক্সটার্নাল-১ : কোন ক্যাম্পাস?
আমি : স্যার, গ্র্যাজুয়েশন করেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। মাস্টার্স করেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে।
এক্সটার্নাল-১ : কোন সাবজেক্টে?
আমি : সার্জারি।
এক্সটার্নাল-১ : থিসিস টাইটেল বলেন।
আমি : Clinical efficacy and serum biochemical alterations…
এক্সটার্নাল-১ : অনেক লম্বা টাইটেল, তার মানে আপনি অ্যানেসথেসিয়া নিয়ে কাজ করেছেন?
আমি : জি স্যার।
এক্সটার্নাল-১ : findings কী?
(আমি বিস্তারিত বললাম)
এক্সটার্নাল-১ : কী এনিম্যাল নিয়ে কাজ করেছেন?
আমি : ক্যাট।
এক্সটার্নাল-১ : অপারেশন কী ছিল?
আমি : Ovariohysterectomy .
এক্সটার্নাল-১ : এটা কেন করা হয়, কী সুবিধা?
আমি : স্যার, বিড়ালের Reproduction বন্ধ রাখতে, পপুলেশন বন্ধ হয়, একজন মালিকের তাই বাড়তি বাচ্চার খরচও বহন করতে হয় না… বিড়ালকে শান্ত রাখতে, সে বাইরের বিড়ালের সঙ্গে মেলামেশা করে না। এতে বাইরে থেকে রোগজীবাণুও ছড়ায় না। বিড়ালের এনার্জি লস হয় কম, তাই স্বাস্থ্য ভালো থাকে।
এক্সটার্নাল-১ : বিড়াল-কুকুরকে কি ভ্যাকসিন দিতে হয়?
আমি : অবশ্যই স্যার।
এক্সটার্নাল-১ : কী ভ্যাকসিন?
আমি : Rabies vaccine.
এক্সটার্নাল-১ : কত বয়সে?
আমি : তিন-চার মাস।
এক্সটার্নাল-১ : আচ্ছা সার্জারি যে করা হয় এটা কি Pathological নাকি physiological-এ করা হয়?
আমি : Pathological, physiological উভয় অবস্থায়ই।
এক্সটার্নাল-১ : Physiological-এ কিভাবে করা হয়? (অবাক হয়ে স্যার জিজ্ঞেস করলেন)।
আমি : স্যার, আমরা Castration তো করি সুস্থ অবস্থাতে, Animal-এর Reproduction বন্ধ করার জন্য।
এক্সটার্নাল-১ : (স্যার খুব খুশি হলেন)। তার মানে সার্জারি Pathological, physiological উভয় condition-এ করা হয়। কয়েকটা জুনোটিক ডিজিজের নাম বলো।
আমি : Anthrax, Brucellosis, Tuberculosis, Rabies…(আরো কী কী জানি বলেছিলাম)।
এক্সটার্নাল-১ : Brucellosis মানুষ ও এনিম্যালে কী কী লক্ষণ হয়?
আমি : স্যার, Animal-এ Abortion হয়, male-এর ক্ষেত্রে infertility হয়। আর মানুষে joint-এ ব্যথা, থেমে থেমে জ্বর, Abortion হয়।
এক্সটার্নাল ১ : Male-এ কী হয়?
আমি : Infertile হয়।
এক্সটার্নাল-১ : Orchitis হয় mainly। Tuberculosis কোন অর্গানিজম দিয়ে হয়?
আমি : স্যার, Cow & Mycobacterium bovis দিয়ে হয়।
এক্সটার্নাল ১ : এটা কেমন অর্গানিজম?
আমি : স্যার, Bacteria
এক্সটার্নাল-১ : না, আমি জানতে চাচ্ছি gram positive নাকি gram negative?
আমি : স্যার, gram positive (আমি এটাই জানতাম যে Weakly gram positive। সঠিক উত্তর হবে, Acid fast organism, gram +/- কোনোটিই না)।
[এক্সটার্নাল-১ : এক্সটার্নাল ২-এর দিকে তাকিয়ে ইশারা দিলেন যে হয়নি]।
এক্সটার্নাল-১ : Cat-এর কী কী রোগ হয়।
আমি : স্যার, Toxoplasmosis (আসলে মাথায় ওই মুহূর্তে এর বাইরে অন্য কিছু আসেনি)।
এক্সটার্নাল-১ : এটা কী ধরনের রোগ?
আমি : স্যার, Parasitic
এক্সটার্নাল -১ : এর organism-এর নাম বলো।
আমি : Toxoplasma gondii
এক্সটার্নাল-১ : Sign, symptom কী?
আমি: স্যার, Nervous sign দেখা দেয়, চোখে সমস্যা হয়।
এক্সটার্নাল-১ : হুম চোখের সমস্যা। একটা Eye worm বলতে পারবে?
আমি : জি স্যার, Thelazia sp.
(এক্সটার্নাল-২কে দেখিয়ে বললেন প্রশ্ন করেন)
এক্সটার্নাল-২ : তুমি কি NOC এনেছ?
আমি : ম্যাম, আমি চাকরি ছেড়ে দিয়েছি।
এক্সটার্নাল-২ : অফিশিয়ালি ছেড়েছ? আরো কী কী জানি প্যাঁচাল…(আসলে উনি শুরুতে বোঝেননি যে আমি রিজাইন দিয়েছি)।
আমি : ম্যাম. আমি জেলা শিক্ষা অফিস থেকে অব্যাহতি এনেছি।
এক্সটার্নাল-২ : বর্তমানে অন্য কিছু করছ?
আমি : স্যার, আমি তিনটি প্রিলি পাস করেছি, আমার বিশ্বাস আমি পিএসসি থেকেই কিছু একটা পাব (যদিও আমি চারটি প্রিলি পাস করেছি)। বিসিএসই আমার মেইন টার্গেট।
চেয়ারম্যান : ও প্রাইমারিতে থাকবে না, ও শহরের মানুষ (এ কথাটা স্যার ভাইভার শুরুতে একবার বলেছিলেন, দ্বিতীয়বার আবার বললেন)।
আমি : স্যার, আসলে আমার মা-বাবাও শিক্ষকতা করেন, উনারা চান, আমি আরো ভালো কিছু করি।
চেয়ারম্যান : অবশ্যই, আমিও চাই তুমি ভালো কিছু করো। তোমরা কয় ভাই-বোন?
আমি : দুই ভাই, এক বোন।
চেয়ারম্যান : ভাইয়েরা কী করে?
আমি : অনার্সে পড়ে।
এক্সটার্নাল-২ : তুমি তিন বছর প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেছ?
আমি : জি স্যার, দুই বছর সাত মাস।
এক্সটার্নাল-২ : তুমি ছেড়ে দিয়েছ এত আগে, তাহলে প্রাইমারির কাগজের কী দরকার।
আমি : স্যার, আমি যখন আবেদন করেছি তখন চাকরিতে ছিলাম, তাই আবেদনে উল্লেখ করি। লিখিত পরীক্ষা দিয়ে চাকরি ছেড়ে দিয়েছি।
চেয়ারম্যান : আচ্ছা তুমি আসো, তোমার কাগজ নিয়ে যাও।
(আমি তিনজনকে আলাদাভাবে সালাম দিয়ে চলে এলাম।)
সূত্র: কালের কণ্ঠ