মেহেদী হাসান পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে। ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। মেধাক্রমে ছিলেন অষ্টম। তাঁর ভাইভার অভিজ্ঞতা শুনেছেন আব্দুন নুর নাহিদ
অনুমতি নিয়ে প্রবেশের পর চেয়ারের পাশে দাঁড়িয়ে সালাম দিলাম। চেয়ারম্যান স্যার সালামের উত্তর দিয়ে বসতে বললেন। বসে ধন্যবাদ দিলাম।
এক্সটার্নাল-১ : ইউনিট অপারেশন এবং ইউনিট প্রসেস বলতে কী বুঝো?
আমি : যে প্রক্রিয়ায় কোনো পদার্থের শুধু ভৌত বা বাহ্যিক পরিবর্তন হয়, তাকে ইউনিট অপারেশন বলে। আর যেখানে পদার্থের ভৌত ও রাসায়নিক উভয় পরিবর্তন ঘটে তাকে ইউনিট প্রসেস বলে।
ইউরিয়া ইন্ডাস্ট্রি কোথায় কোথায় আছে?
—চট্টগ্রামে সিইউএফএল ও কাফকো, নরসিংদীতে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড।
ইউরিয়া উত্পাদনের কাঁচামাল কী কী?
—প্রাকৃতিক গ্যাস ও কার্বন ডাই-অক্সাইড।
ইউরিয়া উত্পাদন প্রক্রিয়ার বিক্রিয়াগুলো বলো।
—প্রাকৃতিক গ্যাসের সঙ্গে স্টিমের বিক্রিয়ায় হাইড্রোজেন ও কার্বন ডাই-অক্সাইড উত্পন্ন হয়। বাতাসের নাইট্রোজেন ও প্রাকৃতিক গ্যাসের বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি করা হয়। অ্যামোনিয়া ও কার্বন ডাই-অক্সাইডের বিক্রিয়ায় অ্যামোনিয়াম কার্বামেট ও এর পুনর্বিন্যাসের মাধ্যমে ইউরিয়া উত্পাদিত হয়।
ফিউশন ও ফিশান কী?
—ফিউশন ও ফিশন হলো নিউক্লিয়ার বিক্রিয়ার দুটি প্রকার বা ধরন। যে নিউক্লিয়ার বিক্রিয়ায় ছোট ছোট নিউক্লিয়াসসমূহ একত্র হয়ে বড় নিউক্লিয়াস গঠন করে তাকে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলে। আর যে নিউক্লিয়ার প্রক্রিয়ায় কোনো বড় এবং ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়, তাকে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলে। এতে প্রচুর শক্তি ও নিউট্রন উত্পন্ন হয়।
বাংলাদেশের কোথায় পারমাণবিক বিদ্যুেকন্দ্র তৈরি করা হচ্ছে?
—পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার
রূপপুরে।
এখানে কোন প্রক্রিয়ায় বিদু্যুত্ উত্পাদিত হবে?
—নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায়।
আপনি ফুড সেফটি আর ফুড সিকিউরিটির পার্থক্য বলেন?
খাদ্যবাহিত রোগজীবাণু প্রতিরোধ করার উদ্দেশ্যে খাদ্য উত্পাদন, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের বৈজ্ঞানিক পদ্ধতিই হলো ফুড সেফটি।
ফুড সিকিউরিটি বলতে খাদ্যের পর্যাপ্ত সহজলভ্যতা, প্রাপ্যতা ও ব্যবহারের সক্ষমতাকে বোঝায়।
এক্সটার্নাল-২ : বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানগুলোতে কোনটি নিয়ে কাজ করে?
আমি : ফুড সেফটি।
কোন কোন প্রতিষ্ঠান কাজ করে?
— বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
খাদ্য নিরাপত্তায় এদের কোনটি কী ধরনের কাজ করে?
—বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেশের হোটেল-রেস্তোরাঁগুলোতে খাদ্যের গুণগত মান নিশ্চিতকরণে দায়িত্ব পালন করে;
বিএসটিআই দেশের একমাত্র মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসেবে খাদ্যের মান প্রণয়ন, পণ্যের মোড়কজাতকরণ ও বাজারজাতকরণের সামগ্রিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে; ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজারে খাদ্যের ন্যায্য মূল্য কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রাথমিক শিক্ষায় সরকারের গৃহীত উদ্যোগ কী কী?
—বাজেটে ক্রমান্বয়ে বরাদ্দ বৃদ্ধি, ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ, সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মেধাবী শিক্ষক নিয়োগ।
(এক্সটার্নাল-২ স্যার এর সঙ্গে যোগ করলেন—‘বছরের প্রথম দিনে বিনা মূল্যে প্রায় ৫ কোটি বই বিতরণ’ও অন্যতম উদ্যোগ)।
এক্সটার্নাল-১ : সরকার শুদ্ধাচার কৌশল কেন গ্রহণ করল?
আমি : সরকারি সব প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা নিশ্চিতকরণের মাধ্যমে জনগণের কার্যকর সেবা প্রদানের লক্ষ্যে সরকার ২০১২ সালে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ প্রণয়ন করে।
চেয়ারম্যান : তোমাকে লেকচারার পদে সুপারিশ করা হলে চাকরি করবে?
আমি : জি স্যার, আমি যেকোনো ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেই চাকরি করব (বিসিএস পুলিশ ক্যাডার প্রথম পছন্দ থাকায় এ ব্যাপারে প্রশ্ন করেছেন)।
পুলিশ বর্তমানে কী কী উদ্যোগ গ্রহণ করেছে?
—অনলাইনে দ্রুততম সময়ে পুলিশ ক্লিয়ারেন্স প্রদান করছে, করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে, ৯৯৯-এর মাধ্যমে ইমার্জেন্সি প্রয়োজনে সেবার কথা উল্লেখ করি। এ ছাড়া বাংলাদেশ পুলিশ ‘স্মার্ট বাংলাদেশ অ্যাওয়ার্ড-২০২৩’ লাভ করেছে।
শেষ প্রশ্ন—তুমি কখনো পুলিশের কোনো সাহায্য নিয়েছ?
—আমার নেওয়া হয়নি, তবে আমার পরিবারের সদস্যরা নিয়েছে।
(এরপর চেয়ারম্যান স্যার আমাকে কাগজপত্র নিতে বললেন। আমি কাগজগুলো নিয়ে ধন্যবাদ দিয়ে কিছুটা পিছিয়ে সবাইকে সালাম দিয়ে বের হয়ে এলাম।)
সূত্র: কালের কণ্ঠ