ভাইভা প্রশ্ন : হঠাৎ ডিমের দাম এত বেড়ে যাওয়ার কারণ কী?

ভাইভা বোর্ডের মুখোমুখি - ভাইভা প্রশ্ন-উত্তর ও অভিজ্ঞতা
Rate this post

সারোয়ার হোসেন রেজা পড়াশোনা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ৪৩তম বিসিএসে কর ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। এটা ছিল তাঁর দ্বিতীয় বিসিএস ভাইভা। তাঁর ভাইভার অভিজ্ঞতার কথা শুনেছেন আব্দুন নুর নাহিদ

দরজা খুলে অনুমতি নিয়ে ভাইভা রুমে প্রবেশ করে সালাম দিতেই চেয়ারম্যান স্যার বললেন, আপনি ৪১তম বিসিএসে আনসার ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন? উত্তরে বললাম, জি স্যার। তিনি আমাকে বসতে বলে প্রশ্ন শুরু করলেন।

চেয়ারম্যান : আনসার অর্থ কী?
আমি : স্যার, আনসার বা আনসারি শব্দটি আরবি ‘নাসরুন’ থেকে এসেছে, যার আভিধানিক অর্থ সাহায্যকারী।
‘ও কি গাড়িয়াল ভাই’ কোন ধরনের গান?
—স্যার, এটা রংপুর অঞ্চলের ভাওয়াইয়া গান।
ভাওয়াইয়া গানের সঙ্গে গরুর গাড়ির সম্পর্ক কী?
—স্যার, ভাওয়াইয়া গানের আকরভূমি মূলত রংপুর। বাংলাদেশের উত্তরাঞ্চলের নদী-নালা কম থাকায় এবং রাস্তাঘাট ভালো না থাকায় আগে গরুর গাড়িতে চলাচলের প্রচলন বেশি ছিল। তাই এই অঞ্চলের আঞ্চলিক গানে গরুর গাড়ির কথা এসেছে।

এক্সটার্নাল ১ : হঠাৎ ডিমের দাম বেড়ে গেছে। এত দাম বাড়ার কারণ কী?
—স্যার, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সেখান থেকে পোল্ট্রি খাদ্য প্রস্তুত করতে প্রয়োজনীয় সব শস্য আমদানিতে খরচ বেড়েছে। এ ছাড়া জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ট্রান্সপোর্ট খরচ ও মুরগির ওষুধের দাম বেড়ে গেছে। তাই ডিম ও মুরগির দাম বেড়ে যাচ্ছে।
আপনার এলাকায় একটা বড় দিঘি আছে। এটার নাম কী? কে খনন করেন?
—স্যার, নীলসাগর। বৈদিক রাজা বিরাট এই দিঘি খনন করেন ।
ধরুন, আপনি নীলফামারীর জেলা প্রশাসক। নীলসাগরের কী কী উন্নয়ন করবেন, যাতে সেটা পর্যটনকেন্দ্র হিসেবে সারা দেশে পরিচিতি পায়?
—স্যার, সেখানে শিশু পার্ক করব, রিসোর্ট করব। সেখানে এরই মধ্যে একটা জাদুঘর হয়েছে, সেটাকে আরো সমৃদ্ধ করব, যাতায়াত ব্যবস্থা উন্নত করব এবং প্রচারণার দিকে মনোযোগ দেব।

এক্সটার্নাল ২ : আপনি ক্রিকেট খেলা দেখেন?
—জি স্যার।
ক্রিকেটে গালি পজিশন কোনটা?
—স্যার, স্লিপের পাশের পজিশনটা গালি পজিশন (তখন খেলা চলছিল বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে। ক্রিকেট নিয়ে আরো কিছু প্রশ্ন করা হয়েছিল। এরপর আবার চেয়ারম্যান স্যার প্রশ্ন করেন)।

চেয়ারম্যান : বই পড়েন?
—টুকটাক পড়ি, স্যার।
শেষ কী বই পড়েছেন, যেটা আপনার মনে দাগ কেটেছে?
—রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ পড়ে আমার অনেক ভালো লেগেছিল, স্যার।
প্রধান চরিত্রগুলোর নাম বলেন।
—অমিত, লাবণ্য, শোভনলাল।
‘শেষের কবিতা’ কী ধরনের উপন্যাস?
—এটি রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস, স্যার।
কাব্যধর্মী উপন্যাস কোনগুলো?
—যে উপন্যাসগুলোয় লেখকের জীবনদর্শন এবং গীতিধর্মিতা প্রাধান্য পায়, সেগুলোই মূলত কাব্যধর্মী উপন্যাস।
(স্যার শেষের কবিতা থেকে একটি কবিতা শোনাতে বললেন, শোনালাম। এরপর আরো জিডিপি, পদ্মা সেতুসহ কয়েকটি প্রশ্ন করে পরে বললেন, আপনার ভাইভা শেষ। আপনি আসুন)।

সূত্র: কালের কণ্ঠ

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.