ভাইভা বোর্ডের মুখোমুখি

ভাইভা প্রশ্ন : পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের ধারণা কী?

Content Freshness & Accuracy

Verified
Published Aug 7, 2025
Updated Sep 21, 2025
Next Review Mar 22, 2026

Our Freshness Pledge

We commit to regularly reviewing and updating our content to ensure it remains accurate, relevant, and trustworthy.

Learn About Our Review Process
ভাইভা প্রশ্ন : পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের ধারণা কী?
মো. ইউসুফ আলী পড়াশোনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে। ৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁর ভাইভা অভিজ্ঞতা শুনেছেন এম এম মুজাহিদ উদ্দীন আমার বিসিএসের ভাইভা হয়েছিল ২০২৩ সালের ১৫ ডিসেম্বর।  ক্যাডার পছন্দক্রম ছিল যথাক্রমে বিসিএস পররাষ্ট্র, প্রশাসন, পুলিশ, অডিট প্রভৃতি। ভাইভা বোর্ডে প্রায় ২৫ মিনিটের মতো ছিলাম। আমি : (অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করে ) আসসালামু আলাইকুম স্যার। চেয়ারম্যান : ওয়ালাইকুমুস সালাম, বসুন। —ধন্যবাদ, স্যার। আপনার ক্যাডার পছন্দক্রম হচ্ছে পররাষ্ট্র, প্রশাসন, পুলিশ। পুলিশ সম্পর্কে প্রশ্ন করি। আচ্ছা, পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের ধারণা কী? —স্যার, পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জান-মাল নিরাপত্তার কাজ করে। সাধারণত আইন-শৃঙ্খলার অবনতি বা যেকোনো ধরনের প্রতিকার পাওয়ার জন্য মানুষ ‘পুলিশ’ নামটি প্রথমেই স্মরণ করে। তাহলে পুলিশ সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণার কারণ কী? —স্যার, যেহেতু পুলিশ জনগণের ভরসার জায়গা নিয়ে কাজ করে এবং এটি খুবই স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে কিছু অপেশাদার পুলিশ সদস্যের কারণে কেউ কেউ পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করে। বর্তমানে এই ধারণা পরিবর্তনে পুলিশ কী কাজ করছে? —স্যার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, পুলিশ হবে জনগণের পুলিশ। সেই ধারণা সামনে রেখে বর্তমানে পুলিশ আরো বেশি জনবান্ধব হওয়ার প্রতি গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে কমিউনিটি পুলিশিং কার্যক্রম উল্লেখযোগ্য অবদান রাখছে। কমিউনিটি পুলিশিংয়ের মূল উদ্দেশ্য কী? —স্যার, সামাজে যেসব সমস্যা বা অপরাধ সংঘটিত হয়, সমাজের অংশীজনদের সঙ্গে যোগাযোগ বা সম্পৃক্ততার মাধ্যমে এর সমাধান বা প্রতিকারের জন্য কাজ করা। এককথায় জনগণকে পুলিশের কাজে সম্পৃক্ত করা। কোথায় প্রথম এর যাত্রা শুরু হয়েছিল? —দুঃখিত স্যার , আমার জানা নেই। সংবিধানের পঞ্চম সংশোধনীর বিষয়বস্তু কী ছিল? —১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর খন্দকার মোশতাক ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে এর বৈধতা দেন... (উত্তর শেষ করার আগেই প্রশ্ন করেন আরেকজন)। এক্সটার্নাল-১ : You are from Accounting Background. Please tell me What are the main objectives of conceptual framework? - Sir, Define the boundaries of Accounting , to assist the IASB in development of future IFRS and review of existing IFRS. What is the difference between IAS and IFRS? - Sir, IAS was issued by IASC between 1973 to 2001 whereas IFRS was issued by IASB after 2001. In Bangladesh , Which body is responsible to regulate audit firms? - ICAB. No. Have you heard about 'FRC' -  Sorry Sir. He said about FRC. এক্সটার্নাল-২ : বাংলাদেশের মেগাপ্রকল্পগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে জনবান্ধব মনে হয়? —স্যার, আমি মনে করি প্রতিটি মেগাপ্রকল্পই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতীক। এর মধ্যে পদ্মা সেতু প্রকল্পকে আমি প্রথমে স্থান দেব। তাহলে বলুন এই সেতুর মাধ্যমে কিভাবে আর্থ-সামাজিক উন্নয়ন হবে? —স্যার, পদ্মা সেতুর মাধ্যমে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার যোগাযোগ তৈরি হয়েছে। এর মাধ্যমে কৃষকরা তাঁদের উত্পাদিত ফসল স্বল্প সময়ের মধ্যেই ঢাকায় বিক্রি করার সুযোগ পাবেন। সুন্দরবন, কুয়াকাটা সমুদ্রসৈকত, ষাটগম্বুজ মসজিদসহ প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে মানুষের যাতায়াত বৃদ্ধির ফলে পর্যটন সমৃদ্ধ হবে। এ ছাড়া সেতুর উভয় পারে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে। আপনার তো পররাষ্ট্র প্রথম পছন্দ, বাংলাদেশ বর্তমানে কেমন পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে? —স্যার, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল দর্শন ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’। এই দর্শনের আলোকেই বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলছে। আজকে কী দিবস? —মনে পড়ছে না, স্যার। আজ বিশ্ব হাত ধোয়া দিবস। এ সম্পর্কে তিন মিনিট ইংরেজিতে একটি বক্তব্য দিন। (এই দিবস নিয়ে আমি ইংরেজিতে বক্তব্য দিলাম। এরপর চেয়ারম্যান স্যার ধন্যবাদ দিয়ে টেবিল থেকে সার্টিফিকেটগুলো নিতে বললেন। এগুলো নিয়ে সালাম দিয়ে রুম থেকে বের হয়ে গেলাম।) সূত্র: কালের কণ্ঠ
Edu Daily 24

Edu Daily 24

Senior Writer

Expert in ভাইভা বোর্ডের মুখোমুখি

Experienced writer with deep knowledge in ভাইভা বোর্ডের মুখোমুখি.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current and relevant.

Unbiased Coverage

We strive to present balanced and unbiased information.